• হাইভোল্টেজ উত্তরবঙ্গ, আজ প্রচারে মোদী-মমতা, কার, কখন সভা? রইল সূচি
    আজ তক | ১৬ এপ্রিল ২০২৪
  • উত্তরবঙ্গে নির্বাচনের হাতে গোনা আর কয়েকদিন মাত্র বাকি। নির্বাচনের প্রাক্কালে কত হেলিকপ্টার উঠছে, নামছে উত্তরের আকাশে। আজ, মঙ্গলবারও উত্তরবঙ্গে মোদী-মমতার হেভিওয়েট জনসভা রয়েছে। উত্তর দিনাজপুরে ভোটের প্রচার করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অন্যদিকে জলপাইগুড়িতে যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 

    মোদীর সভা
    মোদীর সভাকে কেন্দ্র করে বালুরঘাট ও রায়গঞ্জ সেজে উঠেছে। চারিদিকে বিজেপির পোস্টার এবং গেরুয়া পতাকায় ভরেছে রাস্তার একাংশ। রায়গঞ্জে এই প্রথম সভা করতে আসছেন প্রধানমন্ত্রী। বালুরঘাটের বিজেপি প্রার্থী তথা দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের হয়েও জনসভা করবেন প্রধানমন্ত্রী। রায়গঞ্জে কার্তিক পালের হয়ে প্রচার করবেন তিনি।

    মমতার সভা
    মঙ্গলবার বেলা আড়াইটের সময় তিনি প্রথম সভা করবেন বালুরঘাটে। পরে বেলা সওয়া ৪টেয় রায়গঞ্জে সভা করবেন। বেলা ১২টায় মমতার সভা রয়েছে জলপাইগুড়িতে। তারপরে শিলিগুড়িতে পদযাত্রা রয়েছে। জলপাইগুড়িতে তৃণমূল প্রার্থী নির্মলচন্দ্র রায়ের হয়ে আজ তিনি প্রথমে ময়নাগুড়িতে জনসভা করবেন। তারপর শিলিগুড়িতে পদযাত্রার কর্মসূচি রয়েছে তাঁর। দার্জিলিং লোকসভা আসনের তৃণমূল প্রার্থী গোপাল লামার সমর্থনে সেখানে প্রচার করবেন।

    শুধু তাই নয় এদিন উত্তরবঙ্গের কোচবিহারে প্রথম জনসভা রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়েরও। এরপরে তাঁর রোড শো রয়েছে আলিপুরদুয়ারে। 

    প্রসঙ্গত, উত্তরবঙ্গে প্রথম দফায় ৩ কেন্দ্রে লোকসভা ভোট হতে চলেছে। কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে ১৯ এপ্রিল শুক্রবার প্রথম দফার ভোট। আগামিকাল, বুধবার থেকে নির্বাচনী আচরণবিধি লাগু হবে এই ৩ জেলায়। এরপর উত্তরবঙ্গে বাকি ভোট ২৬ এপ্রিল। দ্বিতীয় দফায় উত্তরের ৩ কেন্দ্র রায়গঞ্জ, দার্জিলিং ও বালুরঘাটে ভোট হবে। 
  • Link to this news (আজ তক)