জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্য়ুরো: মঙ্গলবার শ্রীনগরের কাছে ঝিলম নদীতে একটি নৌকা ডুবে বেশ কয়েকজন নিখোঁজ হয়েছেন। রাজ্য দুর্যোগ ত্রাণ বাহিনী নিখোঁজ যাত্রীদের উদ্ধার অভিযান শুরু করেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ঘটনাটি ঘটেছে শ্রীনগরের বাটওয়ারা জেলার কাছে। গত ৭২ ঘণ্টা ধরে কাশ্মীর উপত্যকায় ভারী বৃষ্টিপাত হচ্ছে যার ফলে ঝিলম নদী বিপদ চিহ্নের কাছাকাছি প্রবাহিত হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
প্রাথমিক রিপোর্টে ইঙ্গিত করা হয়েছে, ঝিলম নদীর নৌকাডুবির ঘটনায় ইতিমধ্যেই উদ্ধার করা হয়েছে ১২ জন শিশুকে। নৌকাটিতে বেশিরভাগ স্কুলের শিশু এবং কয়েকজন স্থানীয় লোক ছিল। শ্রী মহারাজা হরি সিং হাসপাতালের মেডিক্যাল সুপারিনটেনডেন্ট মুজাফ্ফর জরগার নিশ্চিত করেছেন, ঘটনায় এখনও পর্যন্ত ৪ জন মারা গেছেন এবং ৩ জন আহত হয়েছেন।
জম্মু ও কাশ্মীরের গান্দেরবাল জেলার সোনামার্গে মঙ্গলবার সন্ধ্যায় নতুন করে তুষারপাত হয়েছিল। তার ফলে সোনামার্গের পর্যটন রিসর্টের ছাদ ও রাস্তা বরফের আস্তরণে ঢেকে গেছে। এদিকে মঙ্গলবার কিশতওয়ার জেলা এবং আশেপাশের এলাকায় বৃষ্টি হয়েছে। সবিস্তারে আসছে...