• ফের মেট্রোয় ভোগান্তি! আধ ঘণ্টার বেশি ব্যাহত পরিষেবা, দুর্ভোগে যাত্রীরা
    এই সময় | ১৬ এপ্রিল ২০২৪
  • ফের মেট্রো চলাচলে বিপত্তি। কবি সুভাষগামী একটি মেট্রো এদিন শোভাবাজার মেট্রো স্টেশনের কাছে দাঁড়িয়ে পড়ে। যান্ত্রিক ত্রুটির জন্য মেট্রো চলাচলে বিপত্তি। প্রায় আধ ঘণ্টা মেট্রো চলাচল বন্ধ থাকে বলে জানতে পারা গিয়েছে। অফিস টাইমে সমস্যায় পড়েছে নিত্য যাত্রীরা। বেলা ১২.১৮ মিনিটের পর থেকে পরিষেবা আবার স্বাভাবিক হয়েছে বলে জানা গিয়েছে।মেট্রো রেল সূত্রে জানা গিয়েছে, কবি সুভাষগামী একটি মেট্রো যান্ত্রিক ত্রুটির কারণে শোভাবাজার স্টেশনে দাঁড়িয়ে পড়ে। কোচ নম্বর ৩২০১ কিছু যান্ত্রিক ত্রুটি দেখা যায়। সেই কারণে মেট্রো দাঁড়িয়ে যায়। প্রায় আধ ঘণ্টার জন্য মেট্রো পরিষেবা ব্যাহত হয়েছে। ওই মেট্রো দাঁড়িয়ে পড়ার কারণে দমদম থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত এবং সেন্ট্রাল থেকে কবি সুভাষ পর্যন্ত মেট্রো চলাচল করানো হচ্ছে।

    মেট্রোয় যান্ত্রিক গোলযোগের ঘটনা নতুন নয়। এর আগেও একাধিকবার মেট্রোর যান্ত্রিক গোলযোগের কারণে সমস্যায় পড়তে হয়েছে যাত্রীদের। আজ, মঙ্গলবার সপ্তাহের দ্বিতীয় দিনে মেট্রোর সমস্যার কারণে চূড়ান্ত দুর্ভোগে পড়েন অফিস যাত্রীরা। মেট্রোর এক যাত্রী সায়ন্তন পাল বলেন, ‘ আধ ঘণ্টার উপর স্টেশনে দাঁড়িয়ে রয়েছি। আমাদের অফিস যেতে হবে। এতক্ষণ ধরে মেট্রো পরিষেবা ব্যাহত থাকায় আমরা খুবই মুশকিল পড়েছি। কখন পৌঁছতে পারব, বুঝতে পারছি না।’

    মেট্রো সূত্রে জানা গিয়েছে, প্রায় ৪৭ মিনিট পর দমদম, দক্ষিণেশ্বরে দিক থেকে মেট্রো ছাড়ে। শোভাবাজার মেট্রো স্টেশনের কাছে সংশ্লিষ্ট মেট্রোটি দাঁড়িয়ে যাওয়ার পর ছুটে আসেন মেট্রো রেলের কর্মীরা। যান্ত্রিক গোলযোগ কোথায় রয়েছে যাচাই করা হয়। পরিষেবা স্বাভাবিক করার জন্য কাজ শুরু হয়। তবে, সময় লাগার কারণে দমদম এবং কবি সুভাষের দিক থেকে আংশিক রুটে মেট্রো চালু করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।
  • Link to this news (এই সময়)