• Narendra Modi : 'সনাতন ধর্মকে ডেঙ্গি-ম্যালেরিয়ার সঙ্গে তুলনা!' কড়া শাস্তির হুঁশিয়ারি মোদীর
    এই সময় | ১৬ এপ্রিল ২০২৪
  • ভারতের সংবিধানের বিরোধিতা করছে যারা, তাদের শাস্তি দেওয়ার নির্বাচন এটা। মঙ্গলবার ফের একবার ইন্ডিয়া জোটের বিরুদ্ধে আক্রমণের ঝাঁজ বাড়াচ্ছেন নরেন্দ্র মোদী। বিকশিত ভারত তৈরির লক্ষ্যে তিনি কাজ করছেন, আর সেই কাজের পথে যারা বাধা তৈরি করছেন, তাদের শাস্তি দেবে জনতা। এমনটাই জানালেন প্রধানমন্ত্রী।সংবিধানের নাম নিয়ে রাজনীতি করছে কংগ্রেস এবং RJD। মন্তব্য নরেন্দ্র মোদীর। বিহারের গয়া জেলায় একটি নির্বাচনী সভা থেকে তিনি বলেন, 'অহংকারী জোটের নেতাদের এই নির্বাচনে শাস্তি দেবে জনতা। যারা সংবিধানের বিরোধিতা করছে তাদের শাস্তি দেবে জনতা। ভারতে বিকশিত করার লক্ষ্যে বাধা সৃষ্টি করছে বিরোধীরা।'

    বিহারের গয়া লোকসভা কেন্দ্র থেকে এবারের নির্বাচনে লড়ছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা হিন্দুস্তানি আবাম মোর্চার প্রতিষ্ঠাতা জিতেন রাম মাঝি। তাঁর সমর্থনেই এদিন বিহারের গয়া থেকে জনসভা করেন মোদী। তিনি বলেন, 'এবারের নির্বাচন বিকশিত ভারতের লক্ষ্যে, বিকশিত বিহারের লক্ষ্যে।'

    নরেন্দ্র মোদী আরও বলেন, 'সংবিধানের নাম নিয়ে মিথ্যা রটাচ্ছে কংগ্রেস এবং তার সহযোগী দলগুলি। আমায় মিথ্যা অপবাদ দিচ্ছে ওরা। NDA দেশের সংবিধানকে সম্মান করে। বাবাসাহেব আম্বেদকরও স্বয়ং আর এই সংবিধান বদল করতে পারবেন না। ওরা সনাতন ধর্মকে ডেঙ্গি-ম্যালেরিয়ার সঙ্গে তুলনা করে। ওরা লোকসভায় একটা আসনে জেতারও যোগ্য নয়। ওদের শাস্তি প্রাপ্য।'

    বিহারে RJD দুর্নীতি এবং গুণ্ডারাজের প্রতীক। তিনি বলেন, 'RJD বিহারে কেবলমাত্র দু'টি জিনিস দিয়েছে। জঙ্গলরাজ এবং দুর্নীতি। কংগ্রেস সমৃদ্ধ ভারত হতে দিচ্ছে না। RJD এবং কংগ্রেস সামাজিক ন্যায়ের নাম করে কেবলমাত্র রাজনীতি করে চলেছে।'

    এদিন গয়া এবং পূর্ণিয়াতে জনসভা রয়েছে নরেন্দ্র মোদীর। জনসভার আগে এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, 'বিহারের মাটি, গণতন্ত্রের পীঠস্থান। লোকসভা নির্বাচনে BJP-NDA-কে বড় ব্যবধানে জয় এনে দেবে এই পবিত্র মাটি। আজ আবার আমার সৌভাগ্য সেই মাটিতে দাঁড়িয়ে আমার বিহারের পরিবারের মানুষের মাঝে বক্তব্য রাখার। বিহারের মানুষের থেকে অপরিসীম ভালোবাসা এবং সম্মান পাই আমি।'

    বিরোধীদের তরফে মোদীর বিরুদ্ধে তৃতীয়বার ক্ষমতায় এলে সংবিধান বদলের অভিযোগ তুলেছে। যার জবাবে প্রধানমন্ত্রীর বক্তব্য, 'এখন স্বয়ং বাবাসাহেব আম্বেদকর এলেও ভারতের সংবিধান বদল করতে পারবেন না।'

    প্রসঙ্গত, বিহারের পাশাপাশি এদিন বাংলাতেও জনসভা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বালুরঘাট এবং রায়গঞ্জে জনসভা করবেন তিনি।
  • Link to this news (এই সময়)