Fire At Ministry Of Home Affairs : স্বরাষ্ট্র মন্ত্রক ভবনে অগ্নিকাণ্ড, পুড়ে ছাই অমিত শাহের দফতরের নথি-কম্পিউটার
এই সময় | ১৬ এপ্রিল ২০২৪
মঙ্গলবার সকালে ভয়াবহ দুর্ঘটনা। আগুন লেগে যায় স্বরাষ্ট্র মন্ত্রকের বিল্ডিংয়ে। জানা গিয়েছে, রাইসিনা হিলসে নর্থ ব্লকের স্বরাষ্ট্র মন্ত্রকের দ্বিতীয় তলে আগুন লেগে যায়। IC ডিভিশন অংশটি দাউ দাউ করে জ্বলতে থাকে। তবে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে বলে খবর। একাধিক নথি ও আসবাবপত্র পুড়ে গিয়েছে বিল্ডিংয়ে। দুর্ঘটনার সময় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ভবনে ছিলেন না বলেই জানা গিয়েছে।ঘটনার সূত্রপাত মঙ্গলবার সকাল ৯টা বেজে ২২ মিনিট। আগুন দেখতে পারন স্বরাষ্ট্র মন্ত্রক ভবনের কর্মরতরা। সঙ্গে সঙ্গে দমকলে খবর দেওয়া হয়। কিছুক্ষণের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে বলে খবর।
কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের আধিকারিকরা জানিয়েছেন, বিল্ডিংয়ের IC ডিভিশনে মূলত এসি মেশিন থেকেই আগুনটি লাগে। এসির ইউনিটগুলি ক্ষতিগ্রস্ত হয়েছে। একাধিক কমপিউটার, নথি এবং আসবাবপত্র আগুনে ঝলসে গিয়েছে বলে খবর। তবে কোনও হতাহতের খবর নেই। আগুনের শিখা দেখে দ্রুত ওই বিল্ডিং খালি করে ফেলেন কর্মচারীরা। ফলে বড়সড় বিপদের হাত থেকে রক্ষা পেয়েছেন তারা। তবে পুড়ে যাওয়া নথিপত্র এবং কমপিউটারের জেরে কী কী এবং কত টাকার ক্ষতি হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।
মঙ্গলবার সাত সকালে কলকাতার গার্ডেনরিচে বিএনআর হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। হাসপাতালে আগুনের জেরে আতঙ্ক ছড়িয়ে পড়ে রোগীদের মধ্যে। ঘটনাস্থলে দমকলের পাঁচটি ইঞ্জিন পৌঁছয়। আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে দমকল বাহিনী। কলকাতা গার্ডেনরিচের বিএনআর রেলের হাসপাতালে তিন তলায় একটি বিভাগে আগুন লেগে যায়। হাসপাতালের কর্মীরাই প্রথমে বিষয়টি লক্ষ্য করেন। খবর দেওয়া হয় RPF জওয়ানদের। তাঁরা রোগীদের উদ্ধারের কাজে হাত লাগান। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, শট সার্কিট থেকে এই আগুন লেগে থাকতে পারে। তবে আগুন লাগার প্রকৃত কারণ সম্বন্ধে নিশ্চিত করে কিছু জানা যায়নি। আবার নববর্ষের সন্ধ্যায় বিধ্বংসী আগুন লাগার ঘটনা ঘটে কলকাতা শহরে। ঘটনাস্থল চিনার পার্ক। অনেকেই গিয়েছিলেন চিনার পার্কের একাধিক রেস্তরাঁয় ডিনার করতে। পয়লা বৈশাখের জন্য ভালো করে সাজানোও হয়েছিল দোকানগুলি। সেখানেই আগুন পর পর দোকান ভস্মীভূত হয়ে যায়।