• Puri Bus Accident : দুর্ঘটনার কবলে পুরীর আরও একটি বাস! মৃত চালক, আহত ২০
    এই সময় | ১৬ এপ্রিল ২০২৪
  • ওডিশার জজপুরে পুরী থেকে কলকাতামুখী বাসের ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা বাড়ল। এদিকে, তার কিছুক্ষণের মধ্যেই আরও একচি পুরীর বাস দুর্ঘটনার কবলে। এবার দুর্ঘটনাস্থল ৫৫ নম্বর জাতীয় সড়ক। ওডিশারই আঙুল জেলায় জরাপদ চকের কাছে দুর্ঘটনাগ্রস্ত হয় যাত্রীবোঝাই এই বাসটি। ঘটনায় চালকের মৃত্যু হয়েছে বলে খবর। আহত কমপক্ষে ২০ যাত্রী।জানা গিয়েছে, ছত্তিশগড়ের কোরবা থেকে পুরীর দিকে যাচ্ছিল বাসটি। মঙ্গলবার সকালে ৫৫ নম্বর জাতীয় সড়কের কাছে আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে সেটি। মুখোমুখি ধাক্কা লাগে অপর একটি গাড়ির সঙ্গে। তারপর যাত্রীবোঝাই বাসটি উলটে যায়। আঙুলের কাছে জাতীয় সড়কের এই দুর্ঘটনায় মৃত্যু হয় চালকের। দ্রুত সেখানে পৌঁছয় উদ্ধারকারী দল। আহত যাত্রীদের প্রত্যেকেই নিকটবর্তী হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। চালকের গাফিলতির জেরেই এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছে বলে জানা যাচ্ছে।

    পর পর বাস দুর্ঘটনা ওডিশায়এদিকে, সোমবার রাতে পুরী থেকে কলকাতামুখী ভয়াবহ বাস দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে সাতে। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ঘটনাস্থলেই মারা যান দু'জন। হাসপাতালে নিয়ে আসার পর আরও পাঁচজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। এর মধ্যে বাংলার বাসিন্দা চারজন। ৪০ জনেরও বেশি যাত্রী গুরুতর আহত হয়েছেন বলে খবর। তার মধ্যে অনেকেরই অবস্থা আশঙ্কাজনক। ১০ জন যাত্রী আইসিইউতে ভর্তি। এদিকে, ঠিক কী কারণে এই বাস দুর্ঘটনার কবলে পড়ল তা নিয়েও প্রকাশ্যে এসেছে প্রাথমিক রিপোর্ট। মহিলা এবং শিশু সহ পুরী থেকে কলকাতাগামী বাসটিতে মোট ৫৫ জন যাত্রী ছিল।

    চালকের গাফিলতিতেই দুর্ঘটনাচালকের গাফিলতির কারণেই ওডিশার জজপুরে এই বাস দুর্ঘটনার কবলে পড়ে। সংবাদমাধ্যমে এমনটাই জানিয়েছেন পরিবহণ এবং সড়ক নিরাপত্তার অতিরিক্ত কমিশনার লালমোহন শেঠি। তিনি বলেন, 'বাসটির রক্ষণাবেক্ষণ করা হত। ২০২০ সালের রেজিস্ট্রেশন সার্টিফিকেট রয়েছে। মার্চ মাসেই ইস্যু করা হয়েছিল ফিটনেস সার্টিফিকেট। দ্রুত গতিতে বাসটি চলছিল। সম্ভবত নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন চালক। অথবা অন্য কোনও গাড়িতে ওভারটেক করতে গিয়েই ঘটে বিপত্তি। ড্রাইভারের কোনও ফোন কল এসে থাকলে, সে ক্ষেত্রেও অমনযোগী হয়ে থাকতে পারেন তিনি। প্রাথমিকভাবে জানা গিয়েছে, নিয়ন্ত্রণ হারিয়ে ফেলার পর ব্রেক কষেননি চালক। ফলে সেতু থেকে সোজা হুড়মুড়িয়ে নীচে পড়ে যায় বাসটি।' চালকের বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের মামলা রুজু করা হবে বলেও জানিয়েছেন এই প্রশাসনিক আধিকারিক।
  • Link to this news (এই সময়)