PM Modi On Ram Navami: বুধে রামনবমী, ভোট আবহে বাংলার পদ্ম কর্মীদের চাগাতে কী বললেন মোদী?
ইন্ডিয়ান এক্সপ্রেস | ১৬ এপ্রিল ২০২৪
Ram Navami 2024:
লোকসভা ভোটের আবহে রাম নবমীকে কেন্দ্র করে তুঙ্গে রাজনৈতিক তরজা। বুধবার রাম নবমী। তার আগে মঙ্গলে উত্তরবঙ্গের প্রচারে মমতা-মোদীর মুখে উঠে এল রাম নবমী প্রসঙ্গ। জলপাইগুলিতে মুখ্যমন্ত্রীর সতর্কবাণী- ‘বুধবার রামনবমীর দিন বিজেপি অশান্তি করতে পারে। সংখ্যালঘু ভাইয়েরা অশান্তি বাড়তে দেবেন না।’ এর পাল্টা বালুরঘাটে বঙ্গ বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারের সমর্থনে প্রচারে মুখ খুললেন প্রধানমন্ত্রী।
Link to this news (ইন্ডিয়ান এক্সপ্রেস)