Mamata Banerjee In Campaign: পারলেও জিভ টেনে নেননি! কাদের? হুঁশিয়ারির সুরে কারণ বাতলালেন মমতা
ইন্ডিয়ান এক্সপ্রেস | ১৬ এপ্রিল ২০২৪
Mamata Banerjee in Maynaguri Campaign 2024:
একদিকে বিজেপির ভরা প্রচারসভা। অন্যদিকে পাশের রাস্তা দিয়ে চলেছে মুখ্যমন্ত্রীর কনভয়। বৃহস্পতিবার আলিপুরদুয়ারের চালসায় এই পরিস্থিতি দেখতে পাওয়া যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের কনভয়ের খবর পেয়েই বিজেপির প্রচারসভা থেকে ‘চোর-চোর’ বলে ধ্বনি শুরু হয়। তবে, তখন এ নিয়ে টু শব্দটি করেননি তৃণমূল সুপ্রিমো। উল্টে গাড়ির মধ্যে থেকে স্বভাবসিদ্ধ ভঙ্গিতেই সারেন জনসংযোগ। কিন্তু, ছাড়বার পাত্রী নন মমতা। চালসায় বিজেপি কর্মীদের কটাক্ষের জবাব জলপাইগুড়ির জনসভায় দিলেন মুখ্যমন্ত্রী।
Link to this news (ইন্ডিয়ান এক্সপ্রেস)