Sealdah Division Local Train: আপনি শিয়ালদহ শাখায় লোকালের যাত্রী? তাহলে জানুন- কোন ট্রেন বাতিল, কোনগুলির রুটে বদল
ইন্ডিয়ান এক্সপ্রেস | ১৬ এপ্রিল ২০২৪
Local Train Services From Sealdah:
দমদমের পাঁচ নম্বর প্ল্যাটফর্মের আধুনিকীকরণ এবং রক্ষণাবেক্ষণের কাজের জন্য টানা ২০ দিন শিয়ালদহ শাখায় ট্রেন চলাচল ব্যাহত হবে। পূর্ব রেলওয়ের তরফে জানানো হয়েছে যে, আগামী ১৮ এপ্রিল থেকে ৭ মে পর্যন্ত (৪৮০ ঘণ্টা) দমদমের পাঁচ নম্বর প্ল্যাটফর্মে কাজ চলবে। সেই কারণেই ওই সময়কালে শিয়ালদহ থেকে বেশ কিছু লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। পাশাপাশি কয়েকটি ট্রেনের রুট বদল ও সংক্ষিপ্ত করা হয়েছে।