Bus Accident: ওডিশায় ভয়ঙ্কর বাস দুর্ঘটনায় পূর্ব মেদিনীপুরে কান্নার রোল, নিহত ৪
ইন্ডিয়ান এক্সপ্রেস | ১৬ এপ্রিল ২০২৪
Bus Accident In Odisha:
ওডিশার জাজপুরের বারাবাটিতে মঙ্গলবার বাস দুর্ঘটনায় পূর্ব মেদিনীপুরের চার জন নিহত হয়েছেন। ফ্লাইওভার থেকে বাসটি পড়ে গিয়েই এই মর্মান্তিক পরিণতি ঘটে। প্রশাসন সূত্রে খবর, ভুপতিনগর থানার উড়উড়ি গ্রামের উত্তম মাইতি, এগরা থানার দুবদা অঞ্চলের বাসিন্দা অচিন্ত মাইতি, চণ্ডিপুরের মলয় ঘোষ, ও নন্দীগ্রামের বাসিন্দা বর্ণালী দাস বেরার প্রাণ গিয়েছে। গুরুতর জখম বর্ণালীর স্বামী চন্দন দাস,