• Jain Monks: ২০০ কোটির সম্পত্তি দান! আহমেদাবাদের ব্যবসায়ী দম্পতি জৈন সন্ন্যাসী হওয়ার পথে
    ইন্ডিয়ান এক্সপ্রেস | ১৬ এপ্রিল ২০২৪
  • Gujarat businessman wife donate Rs 200 crore:

    আহমেদাবাদের একজন ব্যবসায়ী ২০০ কোটি টাকারও বেশি মূল্যের তাঁর জীবনের উপার্জন দান করেছেন কারণ তিনি এবং তাঁর স্ত্রী পরের সপ্তাহে সন্ন্যাস গ্রহণ করতে চলেছেন। তাঁদের সন্তানদের দ্বারা “ত্যাগ ও পরিত্রাণের পথে হাঁটতে” অনুপ্রাণিত হয়ে, ভাবেশ ভান্ডারী এবং তাঁর স্ত্রী জিনাল ভান্ডারি বলেছেন যে সিদ্ধান্তটি সহজ ছিল না। “আমার পিতামাতাকে সন্ন্যাসী হওয়ার শপথ নেওয়ার অনুমতি দেওয়ার জন্য রাজি করানো আমার পক্ষে কঠিন ছিল। ‘এটা খুব তাড়াতাড়ি, আরও কিছু সময় নিন,’ তারা আমাকে বলল। কিন্তু আমি অনড় থাকলাম। এখন, আমার বাবা এবং আমার বড় ভাই ব্যবসা দেখাশোনা করবে। আমি জীবনযাপনের জন্য সঠিক পথ বেছে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি এবং তাঁর জন্য আমি সন্ন্যাসকে বেছে নিয়েছি। আমি একটি বিলাসবহুল জীবন যাপন করেছি এবং কোন অসুবিধার সম্মুখীন হইনি… এমনকি আমার ব্যবসার ক্ষেত্রেও নয়। আমি এই সিদ্ধান্তে খুশি,” সোমবার দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেছেন ভাবেশ ভান্ডারি।
  • Link to this news (ইন্ডিয়ান এক্সপ্রেস)