Glenn Maxwell dropped: নিজেকেই বাদ দেওয়ার জন্য বায়না! ডুপ্লেসিসের কাছে চরম দাবি করে সরলেন ম্যাক্সওয়েল
ইন্ডিয়ান এক্সপ্রেস | ১৬ এপ্রিল ২০২৪
Royal Challengers Bengaluru vs Sunrisers Hyderabad:
সোমবার হায়দরাবাদের বিপক্ষে দলে জোড়া বিরাট বদল ঘটিয়ে খেলতে নেমেছিল আরসিবি। ব্যাটিং এবং বোলিংয়ের দুই মহারথী গ্লেন ম্যাক্সওয়েল এবং সিরাজকে বাইরে রেখেই প্রথম একাদশ সাজিয়েছিলেন ফাফ দু প্লেসিসরা। মরসুমের শুরু থেকেই একদম ছন্দে নেই। দুই অঙ্কের রান-ও করতে পারছিলেন না। তাই অজি অলরাউন্ডারকে বাদ দেওয়ার জোরালো দাবি উঠেছিল আগেই। তবে ম্যাক্সওয়েলের দাবি তিনি নিজেই নাকি টিম ম্যানেজমেন্টের কাছে গিয়ে দাবি করেন, তাঁকে বাদ দিয়ে নতুন কাউকে চেষ্টা করা হোক।”