Hardik Pandya t20 World Cup selection: হার্দিককে ছোবল মারতে তৈরি রোহিতও! টি২০ বিশ্বকাপ থেকে মুম্বই ক্যাপ্টেনকে বাদ দেওয়ার ব্লু প্রিন্ট তৈরি
ইন্ডিয়ান এক্সপ্রেস | ১৬ এপ্রিল ২০২৪
Fitness and Bowling Form: Key Factors for Hardik Pandya’s World Cup Selection:
টি২০ বিশ্বকাপে কি জায়গা পাবেন হার্দিক পান্ডিয়া? পুরোটাই আপাতত সংশয়ের চাদরে। আইপিএলের বাকি অংশে মুম্বই অধিনায়ক কতটা বোলিং করেন, তার ওপরেই নির্ভর করছে টি২০ বিশ্বকাপে তাঁর জায়গা পাওয়ার বিষয়টি। গত সপ্তাহেই মুম্বইয়ে বিসিসিআইয়ের হেডকোয়ার্টার্স-এ বৈঠকে বসেছিলেন জাতীয় দলের ক্যাপ্টেন রোহিত শর্মা, কোচ রাহুল দ্রাবিড় এবং নির্বাচক কমিটির প্রধান অজিত আগারকার। সেই বৈঠকেই স্পষ্ট করে দেওয়া হয়েছে, হার্দিককে বিশ্বকাপগামী টিম ইন্ডিয়ায় জায়গা পেতে হলে নিয়মিত বোলিং করতে হবে। বৈঠকের অধিকাংশ সময় জুড়েই আলোচনায় ছিলেন সিম-বোলিং অলরাউন্ডার। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজে আয়োজিত বিশ্বকাপে টিম ইন্ডিয়ার খোঁজ রয়েছে একজন সিম বোলারের যিনি ব্যাটিংও করতে পারবেন। এমনটাই বলা হয়েছে ইন্ডিয়ান এক্সপ্রেস-এর প্রতিবেদনে।