• আজ ইডেনে এক-দুইয়ের লড়াই, শীর্ষস্থান দখল করতে পারবে নাইটরা'...
    আজকাল | ১৬ এপ্রিল ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: লখনউ সুপার জায়ান্টসকে হারিয়ে নববর্ষের শুরুটা দারুণ করেছে কলকাতা নাইট রাইডার্স। আবার উঠে এসেছে দু"নম্বরে। এবার শীর্ষে ওঠার হাতছানি। আজ রাতে ইডেনে রাজস্থান রয়্যালসকে হারালেই লিগ টেবিলের মগডালে চলে যাবে শ্রেয়স আইয়ারের দল। তবে সেই পথে যথেষ্ট কাটা রয়েছে। চলতি আইপিএলে ছয়ের মধ্যে মাত্র একটি ম্যাচ হেরেছে সঞ্জু স্যামসনরা। তাও আবার শেষ বলে। বেশ কয়েকটা কঠিন ম্যাচ জিতেছে রাজস্থান। ব্যাটিং এবং বোলিং বিভাগ ছন্দে আছে। একমাত্র রানের মধ্যে নেই যশস্বী জয়েসওয়াল। ওপেনিংয়ে নেমে শুরুটা মেজাজে করলেও দ্রুত ফিরে যাচ্ছেন। তাঁর ছন্দে ফেরার অপেক্ষায় রাজস্থান। তাই প্রতিপক্ষকে হালকাভাবে নেওয়ার কোনও সম্ভাবনাই নেই। ঘরের মাঠে ফেভারিট হিসেবেই নামবে নাইটরা। রবিবারই লখনউয়ের সঙ্গে ম্যাচ থাকায় সোমবার অনুশীলন করেনি কেকেআর। হোটেলের সুইমিং পুলে ওয়াটার ভলিবল সেশন চলে রাসেল, রিঙ্কুদের। খোশমেজাজে ছিল কেকেআরের ক্রিকেটাররা। জয়ের হ্যাটট্রিক দিয়ে শুরু করে নাইটরা। মাঝে চেন্নাইয়ের কাছে হারের পর আবার লখনউয়ের বিরুদ্ধে জয়ের সরণিতে। এবারের আইপিএলে শক্তিশালী দলগুলোর মধ্যে অন্যতম শাহরুখ খানের ফ্র্যাঞ্চাইজি‌। ঘরের মাঠে জয়ে ফেরায় আত্মবিশ্বাস তুঙ্গে। তারওপর আগের ম্যাচে মিচেল স্টার্কের তিন উইকেট স্বস্তি ফিরিয়েছে নাইট শিবিরে। আজ ক্রিকেটের নন্দনকাননে অস্ট্রেলীয় পেসার বনাম রাজস্থান রয়্যালসের ধারাবাহিক ব্যাটিং লাইন আপ। প্রথম ম্যাচে অর্ধশতরানের পর আগের তিন ম্যাচে রান পাননি। কিন্তু লখনউয়ের‌ বিরুদ্ধে বিধ্বংসী ইনিংস খেলেছেন। ব্যাটে, বলে ছন্দে নাইটরা। টেবিলের একনম্বর দলের বিরুদ্ধেও সেটা ধরে রাখতে চাইবে কেকেআর। 
  • Link to this news (আজকাল)