• আপনি এতটাও নিষ্পাপ নন, রামদেবকে কড়া বার্তা সুপ্রিম কোর্টের...
    আজকাল | ১৬ এপ্রিল ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: সুপ্রিম কোর্টে ভর্ৎসনার মুখে পড়ে বিভ্রান্তিকর মামলায় জনসমক্ষে ক্ষমা চাইতে রাজি বলে জানালেন যোগগুরু রামদেব ও তার সহযোগী আচার্য বালাকৃষ্ণ। তবে ফের একবার শীর্ষ আদালতের তিরস্কারের মুখে পড়েন তারা। বিচারপতি হিমা কোহলি এবং বিচারপতি আহসানউদ্দীন আমানুল্লাহর এই মামলার শুনানি চলছে। গতবারের শুনানিতেও কড়া সমালোচনা শুনতে হয়েছিল রামদেবকে। এদিন আদালত বলে, আপনি এতটাও নিষ্পাপ নন। দেশে যোগের বিস্তারে আপনার একটি বিশেষ ভূমিকা রয়েছে। কিন্ত তা বলে এটা নয় যে করোনাকালে বিভ্রান্তিকর বিজ্ঞাপন দিয়ে দেশবাসীকে বিভ্রান্ত করতে হবে। কেন্দ্রীয় সরকারও কীভাবে এই ঘটনাকে তাদের নজরে আনল না তা নিয়েই বিষ্ময় প্রকাশ করেছে আদালত।   
  • Link to this news (আজকাল)