• Seema Haider:‌ বিপাকে শচীন–সীমা, বিয়ের বৈধতা নিয়ে প্রশ্ন তুলল নয়ডার আদালত ...
    আজকাল | ১৬ এপ্রিল ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক:‌ বিপাকে সীমা হায়দর–শচীন মিনা। আদালতের নোটিশ গেল তাঁদের কাছে। প্রসঙ্গত, প্রেমের টানে সুদূর পাকিস্তান থেকে নেপাল হয়ে ভারতে আসেন সীমা। সঙ্গে ছিল চার সন্তান। এদেশে এসে তিনি বিয়ে করেন শচীন মিনাকে। জানা যায়, পাবজি খেলতে গিয়েই আলাপ হয়েছিল দু’‌জনের। শুধু সীমা বা শচীন নন, সীমা–শচীনের বিয়ে দিয়েছিলেন যে পুরোহিত তাঁকেও নোটিস দিয়ে তলব করেছে আদালত। তাঁদের আইনজীবীকেও নোটিস দিয়েছে আলাদত। আগামী ২৭ মে নয়ডার আদালতে হাজির থাকতে নির্দেশ দেওয়া হয়েছে সবাইকে।এদিকে, সীমা–শচীনের বিয়ের এক বছর পূর্ণ হয়েছে সম্প্রতি। এদিকে, সীমার প্রাক্তন স্বামী থাকেন করাচিতে। সন্তানদের কাস্টডি (‌হেফাজত)‌ চেয়ে তিনি আদালতে গেছেন। ভারতীয় আইনজীবী মোমিন মালিকের মক্কেল এখন গুলাম হায়দর। মোমিনের প্রশ্ন, শচীন ও সীমার বিয়ে বৈধ?‌ কারণ হায়দরকে তালাক না দিয়েই সীমা বিয়ে করেন শচীনকে। সন্তানদের ধর্মীয় পরিচয় নিয়েও প্রশ্ন তুলেছেন হায়দর। যদিও সীমা অনেকদিন আগেই জানিয়েছিলেন তিনি ও তাঁর সন্তানরা হিন্দু ধর্মে দীক্ষিত হয়েছেন।   
  • Link to this news (আজকাল)