• Murshidabad: ‌কান্দিতে কংগ্রেস কর্মীদের বাড়িতে বোমাবাজির অভিযোগ,‌ আহত অন্তত পাঁচ ...
    আজকাল | ১৬ এপ্রিল ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক:‌ তৃণমূল কংগ্রেসের সমর্থনে নির্বাচনী প্রচারে না যাওয়ায় কয়েকজন কংগ্রেস কর্মীকে মারধর এবং তাদের বাড়িতে বোমাবাজির অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে সোমবার গভীর রাতে মুর্শিদাবাদের কান্দি থানার অন্তর্গত হিজল–নতুনগ্রাম এলাকায়। আহত হয়ে কান্দি মহকুমা হাসপাতালে ভর্তি রয়েছেন সুভান শেখ, ওসমান শেখ এবং বানি ইসরাইল নামে তিন কংগ্রেস কর্মী। আহত আরও দুই মহিলা কংগ্রেস কর্মীর চিকিৎসা চলছে বাড়িতে। কান্দি মহকুমা তৃণমূল কংগ্রেসের সভাপতি সফিউল আলম খান (বনু) বলেন, ‘‌বেশ কিছুদিন ধরে হিজল গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য আমিনুল হকের নেতৃত্বে আমাদের দলের কর্মী সমর্থকদের তৃণমূল প্রার্থীর সমর্থনে প্রচার করতে যাওয়ার জন্য চাপ দেওয়া হচ্ছিল। কিন্তু নতুনগ্রামের কংগ্রেস সমর্থকরা তৃণমূল প্রার্থীর হয়ে প্রচারে যেতে রাজি না হওয়ায় সোমবার গভীর রাতে তৃণমূল আশ্রিত প্রায় ১০–১২ জন দুষ্কৃতী সুভান শেখ, ওসমান শেখ, বানি ইসরাইল সহ আরও কয়েকজন কংগ্রেস কর্মীর বাড়িতে হামলা চালায়। অন্তত আটটি বোমা ছোড়া হয় কংগ্রেস কর্মীদের বাড়ি লক্ষ্য করে।’‌ কান্দি থানায় ইতিমধ্যেই কংগ্রেসের তরফে অভিযোগ দায়ের করা হয়েছে। এদিকে, তৃণমূল কংগ্রেসের বহরমপুর–মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা সভাপতি তথা কান্দির তৃণমূল বিধায়ক অপূর্ব সরকার বলেন, ‘‌গোটা ঘটনাটি একটি পারিবারিক বিবাদের ফল। তবে পুলিশকে অনুরোধ দুষ্কৃতীরা যে দলেরই সমর্থক হোক পুলিশ যেন তাদের সকলের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেয়।’‌  
  • Link to this news (আজকাল)