• Weather: ‌‌হাঁসফাঁস গরম দক্ষিণবঙ্গে, এই জেলাগুলিতে রয়েছে তাপপ্রবাহের সতর্কবার্তা ...
    আজকাল | ১৬ এপ্রিল ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক:‌ বৈশাখের শুরুতেই হাঁসফাঁস গরম দক্ষিণবঙ্গে। আগামী তিন দিন দক্ষিণবঙ্গের তাপমাত্রা আরও বাড়বে। বৃহস্পতি ও শুক্রবার দক্ষিণবঙ্গের আট থেকে দশটি জেলায় তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করা হয়েছে। বিশেষত পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা ৪২ ডিগ্রির উপরে চলে যেতে পারে। এই পরিস্থিতিতে দুপুরে ৫ ঘণ্টা সতর্ক হয়ে বেরোনোর পরামর্শ দিয়েছে হাওয়া অফিস। সকাল ১১টা থেকে বিকাল ৪টে অবধি খুব দরকার না হলে বাড়ির বাইরে না বেরোনোই ভাল বলে জানিয়েছে হাওয়া অফিস। ইতিমধ্যেই পানাগড়ের তাপমাত্রা ৪২ ডিগ্রি ছাড়িয়েছে। দক্ষিণবঙ্গের পাশাপাশি কলকাতাতেও তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে। তাপপ্রবাহের সতর্কতা রয়েছে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে। এই জেলাগুলির কিছু অংশে লু বইতে পারে। কলকাতায় মঙ্গলবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ২৮.৬ ডিগ্রি। সর্বোচ্চ তাপমাত্রা ৩৮.৭ ডিগ্রি। তবে উত্তরের পাঁচ জেলায় রয়েছে ঝড়বৃষ্টির সম্ভাবনা। 
  • Link to this news (আজকাল)