• আজ মরশুমের উষ্ণতম দিন, কোন জেলায় কত ডিগ্রি?
    আজ তক | ১৬ এপ্রিল ২০২৪
  • বৈশাখী দহনে পুড়ছে কলকাতা-সহ গোটা রাজ্য। ভোর হতে না হতেই চড়া রোদ। বেলা গড়ালে রোদে বেরোনো দায়! সেইসঙ্গে রয়েছে আর্দ্রতাজনিত অস্বস্তি। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, মঙ্গলবার কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করেছে। চলতি মরশুমে এই প্রথম শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩৯ ডিগ্রি পার করল। সেই সঙ্গে রাজ্যের বিভিন্ন জেলায় ইতিমধ্যেই সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি পার করেছে। হাওয়া অফিস সূত্রে খবর, শনিবার পর্যন্ত এমনই অস্বস্তিকর গরম থাকবে।

    কলকাতায় কত তাপমাত্রা?

    হাওয়া অফিস জানিয়েছে, মঙ্গলবার দুপুর আড়াইটেতে কলকাতার  সর্বোচ্চ তাপমাত্রা ছুঁয়েছে ৩৯.৪ ডিগ্রি সেলসিয়াস। গতকাল তাপমাত্রা ছুঁয়েছিল ৩৮.৭ ডিগ্রি সেলসিয়াস। এদিন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছুঁয়েছে ২৮.৬  ডিগ্রি সেলসিয়াসে,যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি। শহরে  বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৮৯ শতাংশ এবং ন্যূনতম ৩৯ শতাংশ। 

    কোন জেলায় কত?

    অন্য দিকে, মঙ্গলবার দুপুরে বাঁকুড়ায় সর্বোচ্চ তাপমাত্রা ছুঁয়েছে ৪১.২ ডিগ্রি সেলসিয়াস, আসানসোলে ৪০.৮ ডিগ্রি, শ্রীনিকেতনে ৩৯.৪ ডিগ্রি, দমদমে ৩৯.৬ ডিগ্রি, ডায়মন্ড হারবারে ৩৭.৪ ডিগ্রি, দিঘায় পারদ ছুঁয়েছে ৩৫.৪ ডিগ্রি সেলসিয়াস। 

    তাপপ্রবাহের সতর্কতা

    হাওয়া অফিস সূত্রে খবর, মঙ্গলবার দুই বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। দক্ষিণবঙ্গের বাকি সব জেলায় অস্বস্তিকর আবহাওয়া থাকবে। বুধবার দুই বর্ধমান, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, দুই মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদের কোথাও কোথাও তাপপ্রবাহের পরিস্থিতি হতে পারে। বৃহস্পতিবার থেকে শনিবার দুই বর্ধমান, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, দুই মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ, দুই ২৪ পরগনায় তাপপ্রবাহের পরিস্থিতি হতে পারে। 

    বৃষ্টি কি হবে?

    হাওয়া অফিস সূত্রে খবর, আজ বিকেল বা সন্ধ্যার পর দুই ২৪ পরগনা, বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদের কোথাও কোথাও হাল্কা বৃষ্টি হতে পারে। অন্য দিকে, উত্তরবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সঙ্গে কোথাও কোথাও ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে দমকা হাওয়া বইতে পারে। 

    আরও গরম বাড়বে

    কলকাতা-সহ দক্ষিণবঙ্গে তাপমাত্রা আরও বাড়বে। আগামী ৩ দিনে দিনের তাপমাত্রা ২-৩ ডিগ্রি করে বাড়তে পারে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় আর্দ্রতা জনিত অস্বস্তি থাকবে। উত্তরবঙ্গের জেলাগুলিতেও দিনের তাপমাত্রা ২-৩ ডিগ্রি করে বৃদ্ধি পেতে পারে। 
  • Link to this news (আজ তক)