ডায়মন্ড হারবারে অভিষেকের বিরুদ্ধে ববি, জামানত জব্দের চ্যালেঞ্জ!
২৪ ঘন্টা | ১৬ এপ্রিল ২০২৪
মৌপিয়া নন্দী: হাইভোল্টেজ ডায়মন্ড হারবার কেন্দ্রে প্রার্থী ঘোষণা বিজেপির। অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের বিরুদ্ধে প্রার্থী ঘোষণা বিজেপির। ডায়মন্ড হারবারে অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের বিরুদ্ধে অভিজিৎ দাস (ববি)-কে প্রার্থী হিসেবে ঘোষণা করেছে বিজেপি। কেন ডায়মন্ড হারবার কেন্দ্রে বিজেপি প্রার্থী ঘোষণা করছে না? বিজেপি কি ভয় পাচ্ছে? শাসকদল তৃণমূল কংগ্রেসের এহেন কটাক্ষের মুখে পড়তে হচ্ছিল বিজেপিকে। অবশেষে দেরিতে হলেও, ডায়মন্ড হারবার কেন্দ্রে প্রার্থী ঘোষণা করল বিজেপি। তাঁকে ডায়মন্ড হারবার কেন্দ্রে বিজেপি প্রার্থী হিসেবে ঘোষণা করায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানিয়েছেন অভিজিৎ দাস। জি ২৪ ঘণ্টাকে দেওয়া প্রতিক্রিয়ায় তিনি বলেন, "আমাকে প্রার্থী করায় মোদীজিকে ধন্যবাদ। অভিষেকের বিরুদ্ধে কঠিন লড়াই মনে করছি না। সুষ্ঠুভাবে নির্বাচন হলে অভিষেকের জামানত জব্দ হবে। ডায়মন্ড হারবারে গণতন্ত্রের পক্ষে লড়াই হবে। এতদিন গণতান্ত্রিকভাবে ডায়মন্ড হারবারে ভোট হয়নি। ২০১৮-তে মনোনয়ন জমা-ই করতে দেওয়া হয়নি। ডায়মন্ড হারবারে গণতান্ত্রিক পরিবেশ নষ্ট করেছেন অভিষেক। এবার যদি সুষ্ঠুভাবে ভোট হয়, তবে অভিষেকের জামানত বাজেয়াপ্ত হবে।" এদিন পশ্চিমবঙ্গের ডায়মন্ড হারবারের পাশাপাশি মহরাষ্ট্রের সাতারা, পঞ্জাবের খাদুর সাহিব, হোশিয়াপুর ও ভাতিন্দা, উত্তরপ্রদেশের ফিরোজাবাদ, দেওরিয়ারও প্রার্থী ঘোষণা করেছে বিজেপি। প্রসঙ্গত, ২০২৪ লোকসভা নির্বাচনে ডায়মন্ড হারবার কেন্দ্র থেকে অভিষেকের বিরুদ্ধে নিজে লড়বেন বলে প্রথমে হুঁশিয়ারি দিয়েছিলেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি। তবে শেষ পর্যন্ত প্রার্থী ঘোষণা হতে দেখা যায় ডায়মন্ড হারবার কেন্দ্র থেকে অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের বিরুদ্ধে প্রার্থী হিসেবে আইনজীবী মজনু লস্করের নাম ঘোষণা করেছে আইএসএফ৷