সোশ্যাল মিডিয়ায় দিনভর ইউজাররা পোস্ট করছেন বিভিন্ন ধরনের ছবি, ভিডিয়ো, রিল বা মিম। অনেক সময় সেই সমস্ত পোস্টের সত্যতা নিয়ে প্রশ্ন উঠে যায়। বিভিন্ন সংবাদমাধ্যমের তরফে ফ্যাক্ট চেক করে বিভিন্ন সময় সেই সমস্ত পোস্টের সত্যতা যাচাইও করা হয়। ঠিক যেমন সম্প্রতি একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় এবং সেটিকে লকেট চট্টোপাধ্যায়ের বলে দাবি করা হয়। যদিও সংবাদমাধ্যম বুম ভিডিয়োটির ফ্যাক্ট চেক করে সেটি ভুয়ো বলে নিশ্চিত হয়।ঠিক কী রয়েছে ওই ভিডিয়োতে?গত মার্চ মাসে লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ করেছে জাতীয় নির্বাচন কমিশন। দেশে এই বছর মোট ৭ দফায় হতে চলেছে লোকসভা ভোট। নির্বাচন শুরু হচ্ছে আগামী ১৯ এপ্রিল। আর শেষ দফার নির্বাচন হবে ১ জুন। ভোটের ফলাফল ৪ জুন। এদিকে লোকসভা নির্বাচনে প্রার্থী ঘোষণার ক্ষেত্রে প্রথম তালিকাতেই হুগলি লোকসভায় লকেট চট্টোপাধ্যায়ের টিকিট দেয় বিজেপি। অর্থাৎ ফের একবার ওই কেন্দ্র থেকে লড়াইতে লকেট। আর এই সবেরই মাঝে ভাইরাল হল একটি ভিডিয়ো।
ভুয়ো পোস্টের স্ক্রিনশন
সোশ্যাল মিডিয়া শেয়ার হওয়া ওই ভিডিয়োতে দেখা যায়, বন্দে ভারত এক্সপ্রেসের বিভিন্ন দুরবস্থার চিত্র ও ওডিশায় হওয়া করমণ্ডল এক্সপ্রেসের দুর্ঘটনার ছবি। এছাড়াও ভারতীয় রেলের বিভিন্ন দুর্ঘটনার ভিডিয়ো একসঙ্গে মিলিয়ে একটি ভিডিয়ো তৈরি করা হয়েছে। আর এডিট করা সেই ভিডিয়োটিই বিজেপি নেত্রী তথা প্রার্থী লকেট চট্টোপাধ্যায়ের পোস্টের ক্যাপশন সহ শেয়ার করা হয়। ক্যাপশনে লেখা 'আধুনিক ভারতের আধুনিক রেল #indianrailways'।
লকেট চট্টোপাধ্য়ায়ের শেয়ার করা পোস্টের স্ক্রিনশট
ফ্যাক্ট চেক করে কী পাওয়া যায়?ভিডিয়োটি নজরে আসতেই সেটির ফ্যাক্ট চেক করার চেষ্টা করে সংবাদমাধ্যমে বুম। ফ্যাক চেককারী সংবাদমাধ্যম দেখে ভিডিয়োর সঙ্গে ব্যবহার করা লকেট চট্টোপাধ্যায়ের ফেসবুকের ক্যাপশনটি স্ক্রিনশট নিয়ে ব্যবহার করা হয়েছে। এরপর বুম লকেট চট্টোপাধ্যায়ের ভেরিফাইড ফেসবুক পেজে সার্চ করে ওই একই ক্যাপশন এবং অডিও সহ অন্য একটি ভিডিয়ো খুঁজে পায়। সংবাদমাধ্যম বুম দেখে লকেট চট্টোপাধ্যায় 'আধুনিক ভারতের আধুনিক রেল #indianrailways' ক্যাপশনসহ যে ভিডিয়োটি তাঁর ফেসবুক পেজে পোস্ট করেছিলেন সেটি আসলে বন্দে ভারত এক্সপ্রেসের প্রচারমূলক একটি ভিডিয়ো, যার সঙ্গে সোশ্যাল মিডিয়ার শেয়ার হওয়া ওই ভিডিয়োটির কোনও মিল নেই। একইসঙ্গে এই বিষয়ে লকেট চট্টোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করেও বুম জানতে পারে, ভাইরাল হওয়া ওই ভিডিয়োটি আসলে ভুয়ো। এরপরেই চূড়ান্ত সিদ্ধান্তে উপনীত হয় বুম।
(This story was originally published by Boom and translated and edited by Ei Samay Digital as part of the Shakti Collective)