Fact Check: '...মোদী-যোগী সন্তান নেননি', বিজেপি নেতার ভাইরাল ভিডিয়ো নিয়ে অমিত মালব্যের দাবি সঠিক?
এই সময় | ১৬ এপ্রিল ২০২৪
সম্প্রতি বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য বিজেপি সাংসদ ও উত্তর প্রদেশের আজমগড়ের প্রার্থী দীনেশ লাল যাদব ওরফে নিরহুয়ার নামে ভাইরাল হওয়া একটি ভিডিয়াকে ভুয়ো বলে (ভিডিয়োর আর্কাইভ লিঙ্ক) উল্লেখ করেছেন। ভিডিয়োর ক্য়াপশনে উল্লেখ করা হয়েছে, 'বিজেপি সাংসদ নিরহুয়া দাবি করেছেন মোদীজি-যোগী জি কারও একটি করেও সন্তান নেই। কারণ যাতে দেশে বেকারত্ব যাতে না পারে সেই কারণে সন্তান না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা।' ভিডিয়ো কি ভুয়ো নাকি সত্যি এমনটাই বলেছেন বিজেপি নেতা? ফ্য়াক্ট চেকে উঠে এল সত্যিটা। অমিত মালব্য তাঁর একচি পোস্টে এই ভিডিয়োটি পুনরায় শেয়ার করে দাবি করেছেন এটি ভুয়ো।অনুসন্ধান
বুমের অনুসন্ধানে জানা গিয়েছে, দীনেশ লাল নিরহুয়া এক সাংবাদিককে দেওয়া একটি সাক্ষাৎকারে এই প্রসঙ্গে বক্তব্য রেখেছিলেন। সেই বক্তব্যের থেকে একটি অংশ কেটে তা সোশ্য়াল মিডিয়ায় সম্প্রচার করা হয়েছে। ভিডিয়োটি ভাইরাল হয়েছে সোশ্য়াল মিডিয়ায়।
সোল আপ নামে ইউটিউব চ্য়ানেলের সন্তোষ কুশওয়াহা নিরহুয়ার এই সাক্ষাৎকারটি নিয়েছিলেন। বুমের সঙ্গ কথা বলার সময় তিনি জানান, আজমগড়ে প্রচারের সময় নিরহুয়ার সাক্ষাৎকারটি নেন তিনি। ভিডিয়োটি ১৩ এপ্রিল আজমগড়ের সাথিয়ানভের পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে শ্যুট করা হয়েছে।
সোশ্য়াল মিডিয়ায় ৫৮ সেকেন্ডের একটি ভিডিয়ো শেয়ার করার সময়, যুব কংগ্রেসের সভাপতি শ্রীনিবাস বিবি লিখেছেন, 'মোজী জি-যোগী জি একটি সন্তানেরও জন্ম দেননি যাতে দেশে বেকারত্ব না বাড়ে।' ভিডিয়োতে দীনেশ লাল নিরহুয়াকে বলতে শোনা যাচ্ছে, 'মোদীজি এটি বন্ধ করে দিয়েছেন। মোদীজির কি একটি সন্তানও রয়েছে? যোগ জির কি একটি সন্তানও রয়েছে? মোদীজি ও যোগীজি বেকারত্ব বন্ধ করতে এই উদ্যোগ নিয়েছেন। আমরা তাহলে কেন এমনটা করতে পারব না? কারা তাহলে বেকারত্ব বাড়াচ্ছেন? একের পর সন্তান জন্ম দিচ্ছেন? সরকার তাঁদের বারণ করলেও তাঁরা শুনছেন না। যাঁরা বেকারত্বের কথা বলছেন তাঁদের বলতে চাই, দেশের জনসংখ্য়া বাড়ছে বলেই বেকারত্ব বাড়ছে। দেশে জনসংখ্য়া নিয়ন্ত্রণের চেষ্টা করছেন মোদীজি-যোগী জি। তাঁরা এই বিষয়ে নিয়ম আনতে চান যাতে সকলে দুইটি করেই সন্তান নেন, তার বেশি নয়। কেন মানুষ এখনও সচেতন হচ্ছে না? নিজে বেকার হয়েও কেন সন্তানের জন্ম দিচ্ছে? নিজের পেট না চালাতে পারে নিজেকে বেকার বলে দাবি করছে মানুষ অথচ তাহলে আরও কেন বেকারদের জন্ম দিচ্ছেন তারা?'
বিজেপি আইটি সেলের প্রধান অমিত মালব্য শ্রীনিবাসের এই পোস্টটিকে ডিপফেক বলে উল্লেখ করেছেন। শ্রীনিবাসের পোস্ট পুনরায় শেয়ার করে মালব্য লিখেছেন , 'এই ভিডিয়োটি ভুয়া। মধ্যপ্রদেশের মতো, কংগ্রেস মানুষকে বিভ্রান্ত করতে, অশান্তি সৃষ্টি করতে এবং সমাজে বিভাজন তৈরি করতে ডিপফেক ব্যবহার করা হয়েছে। আজমগড়ের বিজেপি সাংসদ দীনেশ লাল যাদব আইওয়াইসি সভাপতির বিরুদ্ধে এফআইআর দায়ের করছেন, যিনি মাঝেমধ্য়েই এরকম ভুয়ো খবর রটান। নির্বাচন কমিশনেও অভিযোগ করা হচ্ছে। আইনি মামলার জন্য আমাদের কাছে সমস্ত স্ক্রিনশট (টাইম স্ট্যাম্প সহ) এবং ভিডিও রেকর্ডিং রয়েছে। (ইংরেজি থেকে বাংলা অনুবাদ)।
আজমগড়ের সাংসদ দীনেশ লাল নিরহুয়াও শ্রীনিবাসের পোস্ট পুনরায় শেয়ার করেছেন এবং লিখেছেন, 'এটি @INCIndia লোকেদের জাল ভিডিও প্রচার করার একটি প্রবণতা হয়ে দাঁড়িয়েছে। যে কেউ এটি দেখলে বুঝতে পারবেন ঠোঁট নাড়ার সঙ্গে কথা মিলছে না। @srinivasiyc AI দিয়ে সাউন্ড ক্লোন করে কি প্রমাণ করতে চান? @ECISVEEP অনুগ্রহ করে সচেতন হন।'
সোমবার (১৫ এপ্রিল, ২০২৪) রাতের দিকে, নিরহুয়া ভিডিয়োটিকে নকল এবং এআই ভয়েস ক্লোনিংয়ের অভিযোগে তাঁর পোস্টটি মুছে ফেলে। নতুন পোস্টটি শেয়ার করতে গিয়ে তিনি লিখেছেন , 'পুরো ভিডিয়োটিতে অন্য কিছু বলা হয়েছে। আপনার ইচ্ছা অনুযায়ী ভিডিয়োটির একটি অংশ কাটা এবং সম্পাদনা করা ঠগবন্ধনের তুষ্টির রাজনীতি এবং উন্মাদনা বলেই প্রমাণিত হয়।'
ভিডিয়োটি কি ডিপফেক?
ভিডিয়োটি আসল। ডিপফেক নয়। ভিডিয়োর কীফ্রেমগুলি নিয়ে গুগল রিভার্স ইমেজ অনুসন্ধান করা হয়েছে। ইউটিউবে একটি ছোট ভিডিয়ো খুঁজে পাওয়া গিয়েছে, যেখানে নিরহুয়াকে একই বক্তব্য রাখতে দেখা যায়। সোল আপ হিন্দি নামের একটি ইউটিউব চ্যানেল এই ভিডিয়োটি শেয়ার করেছে। দেখা গিয়েছে এই ভিডিয়োটির উপরের লেখাটি কেটে ভাইরাল করা হয়েছে।
সোল আপ হিন্দি ইউটিউব চ্যানেলের হোমপেজে, ১৩ এপ্রিল আপলোড করা নিরহুয়ার সাক্ষাৎকারের পুরো লিঙ্কটি রয়েছে। শিরোনামের লেখা - 'বেকারত্বের প্রশ্নে ক্ষুব্ধ হয়ে সাংসদ নিরহুয়া বলেছিলেন, মোদিজি-যোগীজির মতো সন্তানের জন্ম দেবেন না। ১১.৫১ মিনিটের এই ভিডিওটিতে, ৮.২৬ মিনিটে সাংবাদিককে শেষ প্রশ্ন জিজ্ঞাসা করতে শোনা যায়, বেকারদের জন্য বিশেষ করে সরকারি চাকরির জন্য কী ব্যবস্থা করা হবে?
এর জবাবে ১০.৪৮ মিনিটে নিরহুয়াকে বলতে শোনা যায়, 'যারা বলছেন যে এদেশে বেকারত্ব বাড়ছে, তাদের বলুন এই হল কর্মসংস্থানের পরিধি (হাতের ইশারায় কর্মসংস্থানের সুযোগের পরিমাণ নির্দেশ করে)। এত কিছুর পরেও, আপনি জনসংখ্যা বাড়াচ্ছেন, বেকারত্ব বাড়ছে, মোদীজি তা বন্ধ করার চেষ্টা করছেন, যখন তিনি একটি নিয়ম আনতে চান যে আপনার সন্তান কম হবে, কেবল দুটি সন্তান হোক' ভিডিওটির ১১.২৮-এর মাথায় মোদী এবং যোগীকে উল্লেখ করে নিরহুয়া বলেছেন, 'মোদিজি এটা বন্ধ করে দিয়েছেন, মোদীজির কি কোনও একটিও সন্তান রয়েছে? যোগীজির কি সন্তান রয়েছে? মোদীজি এবং যোগীজি বেকারত্ব বন্ধ করেছেন তাহলে কারা বাড়াচ্ছে বেকারত্ব? যারা সন্তানের পর সন্তান প্রসব করছে আর সরকার বলছে বন্ধ কর, কিন্তু তাতেও রাজি হচ্ছে না।'
বুমের অনুসন্ধান অনুযায়ী, ভিডিয়োটি আসল কিন্তু নিরহুয়ার বক্তব্যের একটি অংশ কেটে শেয়ার করা হচ্ছে। ভাইরাল ভিডিয়োতে, বেকারত্ব এবং ক্রমবর্ধমান জনসংখ্যা সম্পর্কে তাঁর বার্তার আগে মোদী এবং যোগীর সন্তান হবে না বলে নিরহুয়ার বক্তব্য রাখতে দেখা যায়।পুরো ভিডিয়োতে, নিরহুয়া মোদী এবং যোগীর উদাহরণ দিয়ে তাঁর বক্তব্য সম্পূর্ণ করেছেন। আইআইটি যোধপুর এবং ডিজিটআইডি দ্বারা তৈরি একটি ডিপফেক বিশ্লেষণ টুল Itisar ব্যবহার করে ভিডিওটির ২.৫৮-মিনিটের দীর্ঘ সংস্করণ বিশ্লেষণ করা হয়েছে। এতে প্রমাণতি হচ্ছে ভিডিওটি আসল এবং ডিপফেক নয়।
আজমগড়ের সাথিয়ানভ-এ সাক্ষাৎকার নেওয়া হয়েছিল: সন্তোষ কুশওয়াহা বুম ইউটিউব চ্যানেল সোল আপ হিন্দির প্রতিষ্ঠাতা সন্তোষ কুশওয়াহার সঙ্গে কথা বলেছেন। বুমের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেছিলেন, 'আমি ১৩ এপ্রিল আজমগড়ের সাথিয়ানভের পূর্বাঞ্চল এক্সপ্রেসে নিরহুয়ার ভিডিয়ো সাক্ষাৎকারটি শ্যুট করেছিলাম। নিরহুয়া তখন সেখানে প্রচারের জন্য গিয়েছিলেন। ভাইরাল ভিডিয়োতে যা তিনি বলছেন তা একেবারেই সঠিক। এর সম্পূর্ণ সংস্করণ আমার ইউটিউব চ্যানেলেও উপলব্ধ।'
(This story was originally published by Boom and translated and edited by Ei Samay Digital as part of the Shakti Collective)