• 'অভিষেককে বলব ১০ হাজার কোটি টাকার মানহানির মামলা কর', কপ্টারকাণ্ডে পরামর্শ মমতার
    এই সময় | ১৭ এপ্রিল ২০২৪
  • অভিষক বন্দ্যোপাধ্যায়ের কপ্টারে তল্লাশি চালিয়েছে আয়কর দফতর। যা নিয়ে রীতিমতো তোলপাড় পড়ে গিয়েছে রাজ্য রাজনীতিতে। সেই বিষয়ে আগেই মুখ খুলেছেন তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এবার টিভি ৯ বাংলার এক অনুষ্ঠানে উপস্থিত হয়ে ফের এবার সেই বিষয়ে মুখ খুলতে দেখা গেল তৃণমূল নেত্রীকে।ওই অনুষ্ঠানে সঞ্চালকের এক প্রশ্নের জবাবে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'বেছে বেছে দলকে কেন? প্রথমে কপ্টার কোম্পানিগুলিকে বলেছে কোনও বিরোধী দলকে একটাও দিতে পারবে না। দেওয়ার পরেও নানারকম চাপ হয়েছে, যাতে আমরা ঠিকমতো প্রোগ্রাম না করতে পারি। দু'দিন আমার মেশিনও খারাপ হয়ে গিয়েছে। আমিও প্রোগ্রাম করতে পারলাম না পুরুলিয়া, গাড়িতে গিয়ে প্রোগ্রাম করলাম, ৭ ঘণ্টা জার্নি করে। অভিষেক হলদিয়া যাবে বলে গদ্দারের জায়গায়, ইনকাম ট্যাক্সকে পাঠিয়ে দিয়েছে। বলছে সোনা আর টাকা নিয়ে যাচ্ছে, গিয়ে তো একটা নয়া পয়সাও পায়নি। এটা যদি মানহানি (মামলা) করা হয়? আমি তো অভিষেককে বলব তুই মানহানি (মামলা) কর, ১০ হাজার কোটি টাকার, যে তুমি আমার চরিত্র হনন করেছ। তুমি যদি কিছু পেতে নিশ্চয় আমার বিরুদ্ধে অ্যাকশন নিতে, কিন্তু তুমি গদ্দারের কথায় যা ইচ্ছা তাই করবে, এটা ভারতবর্ষ নয়, আমি এই দেশকে চিনি না, আমি এই বাংলাকে চিনি না, আমি এই ইনকাম ট্যাক্সকে চিনি না, আমি এই ইডিকে চিনি না, আমি এই সিবিআইকে চিনি না, আমি এই এনআইএ-কে চিনি না।'

    প্রসঙ্গত, রবিবার বেহালা ফ্লাইং ক্লাবে থাকা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চপারে তল্লাশি অভিযান চালান আয়কর বিভাগের আধিকারিকরা। তৃণমূলের তরফে জানানো হয়েছে, চপারে থাকা প্রতিটি ব্যাগ সহ সব নথি খুঁটিয়ে দেখেছে আয়কর বিভাগের কর্তারা। তবে সন্দেহজনক কিছুই পাওয়া যায়নি। বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেও। তিনি লেখেন, 'এনআইএ ডিজি, এসপির বিরুদ্ধে পদক্ষেপ না নিয়ে নির্বাচন কমিশন এবং বিজেপি এখন আয়কর দফতকরকে দিয়ে আমার চপারে হানা দেওয়াচ্ছে। যদিও দীর্ঘক্ষণ ধরে তল্লাশি চালিয়েও কিছুই পাওয়া যায়নি। জমিদাররা নিজেদের সব ক্ষমতা লাগিয়ে দিতে পারে, তবে বাংলার সহ্যশক্তিকে দমন করতে পারবে না।'

    এদিকে মঙ্গলবার কোচবিহারের বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিকের কনভয়ে তল্লাশি চালায় পুলিশ। ভেটাগুড়ি থেকে কোচবিহারের পথে যাওয়ার সময় দিনহাটায় নিশীথের কনভয়ে তল্লাশই চালান হয়। ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে এই তল্লাশি চালান হয়েছে বলে জানা গিয়েছে।
  • Link to this news (এই সময়)