• Fact Check : আবগারি দুর্নীতি মামলায় কেজরিওয়ালই মূল দোষী, কংগ্রেস নেতার ভাইরাল ভিডিয়ো সত্যি?
    এই সময় | ১৭ এপ্রিল ২০২৪
  • আবগারি দুর্নীতি মামলায় জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করা হয়েছে অরবিন্দ কেজরিওয়ালকে। তাঁর বাসভবন থেকে দিল্লির মুখ্যমন্ত্রীকে গ্রেফতার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আদালতে কেন্দ্রীয় এজেন্সি জানিয়েছে, এই দুর্নীতি মামলায় অন্যতম ষড়যন্ত্রকারী অরবিন্দ কেজরিওয়াল। তাঁকে অবিলম্বে মুক্তির দাবিতে দিল্লির রামলীলা ময়দানে দেখা গিয়েছে ইন্ডিয়া জোটের সমস্ত নেতাকে সরব হতে। অথচ সম্প্রতি একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে কংগ্রেস নেতা অজয় মাকেন আবগারি দুর্নীতি মামলায় অরবিন্দ কেজরিওয়াল জড়িত বলে দাবি করছেন। আদৌ সত্য এই ভিডিয়ো?

    কী ভাইরাল হয়েছে?সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী জনৈক রাম পাঠক একটি ভাইরাল ভিডিয়ো পোস্ট করেন। তিনি লেখেন, 'দিল্লি আবগারি দুর্নীতি মামলার আসল ঘটনা জানুন। কংগ্রেস নেতা শ্রীযুক্ত অজয় মাকেন আপনাদের সবটা বলবেন।'অনুসন্ধানবিশ্বাস নিউজের পক্ষ থেকে এই ভাইরাল ভিডিয়োর সত্যতা যাচাই করা হয়েছে। দেখা গিয়েছে কংগ্রেস নেতা অজয় মাকেনের এই ভিডিয়ো দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের গ্রেফতারির আগের। ভাইরাল ভিডিয়োটি প্রায় ১ মিনিট দীর্ঘ। যেখানে দিল্লি কংগ্রেসের প্রাক্তন সভাপতি অজয় মাকেন আবগারি দুর্নীতি মামলায় ১০০ কোটি টাকার বেআইনি লেনদেনের অভিযোগ তুলেছেন। তাঁকে সাংবাদিক সম্মেলনে অরবিন্দ কেজরিওয়াল এবং আম আদমি পার্টির বিরুদ্ধে ঘুষ নেওয়ায় জড়িত থাকার অভিযোগ তুলতে শোনা যাচ্ছে এবং ED-র কাছে চার্জশিট দাখিল করার আবেদন জানাতেও শোনা যাচ্ছে।

    গুগলে কি ওয়ার্ড সার্চ করার পর দেখা গিয়েছে, ২০২৩ সালে কংগ্রেসের অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে এটি আপলোড করতে দেখা গিয়েছে। আদতেই এটি দিল্লিতে আয়োজিত কংগ্রেস নেতা অজয় মাকেনের একটি সাংবাদিক সম্মেলনের ভিডিয়ো। এটির ৬ মিনিট ৫০ সেকেন্ডে গেলে দেখা যাবে, অজয় মাকেন ঠিক কী বলছেন। পাশাপাশি INC.IN ওয়েবসাইটেও ২০২৩ সালে অজয় মাকেনের এই সাংবাদিক সম্মেলনের বিবৃতি আপলোড করা রয়েছে।

    সত্যিটা কী?অতএব এটা প্রমাণিত ভাইরাল ভিডিয়ো অরবিন্দ কেজরিওয়ালের গ্রেফতারির এক বছর আগের। অর্থাৎ ভিডিয়োটিকে দিল্লির মুখ্যমন্ত্রীর গ্রেফতারির পরের ভিডিয়ো বলে যে দাবি করা হচ্ছে তা বিভ্রান্তিকর।

    গ্রেফতারির পর দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বর্তমানে তিহাড় জেলে বন্দি। সুপ্রিম কোর্টে তিনি গ্রেফতারির বিরুদ্ধে আবেদন জানিয়েছিলেন। সেই মামলার শুনানি পিছিয়ে গিয়েছে। আগামী ২৯ এপ্রিল ফের শুনানি করবে সুপ্রিম কোর্ট।
  • Link to this news (এই সময়)