Opinion Poll 2024: লোকসভা ভোটে কত আসন বিজেপির? কেমন হবে INDIA জোটের ফল? সমীক্ষার রিপোর্ট জানুন
এই সময় | ১৭ এপ্রিল ২০২৪
দুয়ারে লোকসভা ভোট। প্রথম পর্যায়ে ভোট শুরু হতে আর মাত্র মাঝে এক দিন বাকি. ১৯ এপ্রিল থেকে শুরু লোকসভা নির্বাচন। ১ জুন শেষ দফায় ভোট। এবার সাত দফায় নির্বাচন রয়েছে দেশে। ৪ জুন ভোগ গণনা। এই আবহে সামনে এল বেশ কয়েকটি জনমত সমীক্ষার ফলাফল। কোন দল কত আসন পেতে পারে তা নিয়ে জনমত সমীক্ষা চালানো হয়েছে বিভিন্ন সংস্থার পক্ষে। উল্লেখ্য়, সমীক্ষার মাধ্যমে জনগণের মনোভাবের একটা আঁচ পাওয়া যায়। কখনও তা কিছুটা মেলে কখনও হয়তো একাবারেই মেলে না ফাইনাল রেজাল্টের সঙ্গে। তবুও ভোটের আগে মানুষের মনোভাব বোঝার চেষ্টা মাত্র। আসল ফল সামনে আসবে রেজাল্ট প্রকাশের পরই।TV9-এর জনমত সমীক্ষায় কী ইঙ্গিত?
৫৪৩টি লোকসভা আসনে সবক'টিতে সমীক্ষা চালানো হয়েছে। Tv9, Peoples Insight, Polstrat-এর এই সমীক্ষায় আনুমানিক ২৫ লাখ মানুষ অংশ নিয়েছিলেন। সমীক্ষার জন্য কম্পিউটার সহায়ক টেলিফোন ইন্টারভিউয়ের মাধ্যমে জনগণের মতামত নেওয়া হয়েছে। ১ এপ্রিল থেকে ১৩ এপ্রিল পর্যন্ত চলে সমীক্ষা। সারা দেশে ৪১২৩টি বিধানসভা আসনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এছাড়াও এবিপি সিভোটার ও ইন্ডিয়া টিভি সমীক্ষা করেছে। ইন্ডিয়া টিভি CNX জনমত সমীক্ষা অনুযায়ী, NDA জিততে পারে ৩৯৩টি আসন।