• Opinion Poll 2024: লোকসভা ভোটে কত আসন বিজেপির? কেমন হবে INDIA জোটের ফল? সমীক্ষার রিপোর্ট জানুন
    এই সময় | ১৭ এপ্রিল ২০২৪
  • দুয়ারে লোকসভা ভোট। প্রথম পর্যায়ে ভোট শুরু হতে আর মাত্র মাঝে এক দিন বাকি. ১৯ এপ্রিল থেকে শুরু লোকসভা নির্বাচন। ১ জুন শেষ দফায় ভোট। এবার সাত দফায় নির্বাচন রয়েছে দেশে। ৪ জুন ভোগ গণনা। এই আবহে সামনে এল বেশ কয়েকটি জনমত সমীক্ষার ফলাফল। কোন দল কত আসন পেতে পারে তা নিয়ে জনমত সমীক্ষা চালানো হয়েছে বিভিন্ন সংস্থার পক্ষে। উল্লেখ্য়, সমীক্ষার মাধ্যমে জনগণের মনোভাবের একটা আঁচ পাওয়া যায়। কখনও তা কিছুটা মেলে কখনও হয়তো একাবারেই মেলে না ফাইনাল রেজাল্টের সঙ্গে। তবুও ভোটের আগে মানুষের মনোভাব বোঝার চেষ্টা মাত্র। আসল ফল সামনে আসবে রেজাল্ট প্রকাশের পরই।TV9-এর জনমত সমীক্ষায় কী ইঙ্গিত?

    ৫৪৩টি লোকসভা আসনে সবক'টিতে সমীক্ষা চালানো হয়েছে। Tv9, Peoples Insight, Polstrat-এর এই সমীক্ষায় আনুমানিক ২৫ লাখ মানুষ অংশ নিয়েছিলেন। সমীক্ষার জন্য কম্পিউটার সহায়ক টেলিফোন ইন্টারভিউয়ের মাধ্যমে জনগণের মতামত নেওয়া হয়েছে। ১ এপ্রিল থেকে ১৩ এপ্রিল পর্যন্ত চলে সমীক্ষা। সারা দেশে ৪১২৩টি বিধানসভা আসনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এছাড়াও এবিপি সিভোটার ও ইন্ডিয়া টিভি সমীক্ষা করেছে। ইন্ডিয়া টিভি CNX জনমত সমীক্ষা অনুযায়ী, NDA জিততে পারে ৩৯৩টি আসন।

    টিভি নাইনের সমীক্ষা অনুযায়ী এবিপি সি ভোটারের সমীক্ষ অনুযায়ী ইন্ডিয়া টিভির সমীক্ষা অনুযায়ী উঃ প্র রোহিলখণ্ডে ক্লিপ সুইপ BJP-র

    হরিয়ানা ১০টি আসনের মধ্যে রোহিলখণ্ড (উঃপ্র)

    BJP- ১১টি

    RLD-১টি

    বিজেপির (সম্ভাব্য) পঃ উঃপ্র NDA সব আসন (৪)

    বিজেপি-৯টি আসন (সম্ভাব্য)

    কংগ্রেস-১টি আসন (সম্ভাব্য)

    ভোট শতাংশে এগিয়ে- NDA

    NDA পেতে পারে ৫২.২৫% ভোট

    INDIA পেতে পারে ৩৫.০১ ভোট

    -----------------------------------------------------------------------------------

    মহারাষ্ট্র-৪৮টি আসনের মধ্যে মহারাষ্ট্র

    বিজেপি- ২৫টি (সম্ভাব্য) BJP- ২৯টি (সম্ভাব্য)

    কংগ্রেস-৫টি (সম্ভাব্য) শিবসেনা (শিন্ডে)-৭টি (সম্ভাব্য)

    শিবসেনার শিন্জে শিবির- ৩টি (সম্ভাব্য) NCP (অজিত শিবির)- ৩টি

    শিবসেনার উদ্ধব শিবির- ১০টি (সম্ভাব্য) কংগ্রেস- ১টি

    NCP শরদ পাওয়া গোষ্ঠী-৫টি (সম্ভাব্য) মিত্র শিবসেনা (UBT)-৬টি

    NDA- ৪০.২২% NCP (শরদ)-২টি

    INDIA- ৪০.৯৭%

    -----------------------------------------------------------------------------------

    অসম এগিয়ে বিজেপি

    অসমের ১৪টি আসনের মধ্যে

    বিজেপি-১১টি (সম্ভাব্য)

    কংগ্রেস- ১টি (সম্ভাব্য)

    AGPK -১টি (সম্ভাব্য)

    NDA- ৫৪.৯৫% (সম্ভাব্য)

    INDIA-২০.২৬%

    -----------------------------------------------------------------------------------

    ওডিশায় এগিয়ে বিজেপি

    ২১টি আসনের মধ্যে

    BJP- ১৪টি (সম্ভাব্য)

    কংগ্রেস- ১টি (সম্ভাব্য)

    BJP- ৬টি (সম্ভাব্য)

    NDA- ৪০.২২% (সম্ভাব্য)

    INDIA- ১১.৭৬% (সম্ভাব্য)

    BJD- ৩২.৬৪% (সম্ভাব্য)

    -----------------------------------------------------------------------------------

    ঝাড়খণ্ডের ১৪টি আসনের মধ্যে

    BJP- ১২টি (সম্ভাব্য)

    INDIA- ১টি (সম্ভাব্য)

    কংগ্রেস- ০ (সম্ভাব্য)

    -----------------------------------------------------------------------------------

    ছত্তিশগড় ১১টি আসনের মধ্যে

    BJP- ১১টি (সম্ভাব্য)

    NDA- ৫৮.০৬%

    INDIA- ২৮.৭৯%

    -----------------------------------------------------------------------------------

    পঞ্জাবে ১৩টি আসনের মধ্যে

    AAP- ৮টি (সম্ভাব্য)

    BJP- ৪টি (সম্ভাব্য)

    কংগ্রেস- ক্লিন সুইপের সম্ভাবনা

    শিরোমণি আকালি দল- ১টি ( (সম্ভাব্য)

    -----------------------------------------------------------------------------------

    রাজস্থানে ২৫টি আসনের মধ্যে

    বিজেপি-১৯টি (সম্ভাব্য)

    কংগ্রেস-২টি (সম্ভাব্য)

    RLTP -১টি (সম্ভাব্য)

    CPI- ১টি (সম্ভাব্য)

    BAP- ১টি (সম্ভাব্য)

    অন্যান্য-১টি (সম্ভাব্য)

    NDA- ৪৮.৫৯%

    INDIA- ৩৯.১৯%

    -----------------------------------------------------------------------------------

    মধ্য় প্রদেশ ১৩টি আসনের মধ্য়ে

    সমীক্ষা অনুযায়ী BJP-র বড় জয়ের ইঙ্গিত মধ্য প্রদেশে BJP জয়ের ইঙ্গিত BJP- ২৯টি আসন (সম্ভাব্য) BJP-১১টি (সম্ভাব্য)

    বিরোধী দল জায়গা পাবে না (সম্ভাব্য) SP- ২টি (সম্ভাব্য)

    -----------------------------------------------------------------------------------

    গুজরাট গুজরাট

    সমীক্ষা অনুযায়ী BJP-র বড় জয়ের ইঙ্গিত ২৬টি আসন জয়ের সম্ভাবনা BJP-র

    BJP- ২৬টি আসন কংগ্রেস- ০ (সম্ভাব্য)

    আপ- ০ (সম্ভাব্য)

    BJP- ৬৩%

    কংগ্রেস- ৩৩.৭%

    অন্য়ান্য-৩.৩%

    -----------------------------------------------------------------------------------

    বিহারের ৪০টি আসনের মধ্যে

    NDA- ৩১টি (সম্ভাব্য)

    INDIA- ৪টি (সম্ভাব্য)

    অন্যান্য- ১টি (সম্ভাব্য)

    NDA- ৪১.৮৮%

    বিহার

    মগধ-ভোজপুরে ৭টি আসনের মধ্যে

    JDU-১টি (সম্ভাব্য)

    HAM- ১টি (সম্ভাব্য)

    RJD মিত্ররা- ১টি (সম্ভাব্য)

    সীমাঞ্চল (৭টি লোকসভা আসন)

    BJP- ১টি (সম্ভাব্য)

    JD(U)- ৩টি (সম্ভাব্য)

    কংগ্রেস- ২টি

    RJD- ১টি

    মিথিলাঞ্চল (৯টি আসন)

    মিথিলাঞ্চল অঞ্চলে ক্লিন সুইপ

    BJP-JD(U) (সম্ভাব্য)

    BJP- ৪টি (সম্ভাব্য)

    JDU- ৩টি (সম্ভাব্য)

    LJP- ২টি (সম্ভাব্য)

    -----------------------------------------------------------------------------------
  • Link to this news (এই সময়)