Chhattisgarh Maoist Operation : বস্তারে ভোটের ৩ দিন আগে বড়সড় পদক্ষেপ! নিরাপত্তারবাহিনীর গুলিতে খতম ১৮ মাওবাদী
এই সময় | ১৭ এপ্রিল ২০২৪
লোকসভা ভোটের আগে মাওবাদী দমনে বডসড় পদক্ষেপ। মঙ্গলবার সন্ধ্যায় ছত্তিসগড়ে নিরাপত্তাবাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে বাধে মাওবাদীদের। ঘটনায় নিকেশ করা হয়েছে ২৯ জন মাওবাদীকে। এ ছাড়া উদ্ধার করা হয়েছে একাধিক অস্ত্রও।আগামী ১৯ এপ্রিল লোকসভা ভোটের প্রথম দফাতেই নির্বাচন রয়েছে ছত্তিশগড়ে বস্তারে। এই এলাকা বরাবরই মাওবাদী অধ্যষিত এলাকা হিসেবে পরিচিত। তার ঠিক তিনদিন আগে মাওবাদী দমনে এই পদক্ষেপ তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।
জানা গিয়েছে, মঙ্গলবার ছত্তিশগড়ে নিরাপত্তাবাহিনীর সঙ্গে এই রক্তক্ষয়ী সংঘর্ষে নিকেশ করা গিয়েছে কমপক্ষে ২৯ জন নকশালকে। প্রাথমিকভাবে সূত্র মারফত এমনটাই খবর পাওয়া গিয়েছে। পালটা হামলা চালিয়েছে মাওবাদীরাও। লড়াইয়ে গুরুতর আহত হয়েছেন তিন নিরাপত্তারক্ষী।
এ ছাড়াও সূত্রের খবর, মৃত ২৯ জন মাওবাদীর মধ্যে শীর্ষ মাও নেতা শংকর রাওও রয়েছেন। এই শংকর কাঁকর জেলার শীর্ষ মাও কম্যান্ডার ছিলেন। তাঁর মাথার দাম ছিল ২৫ লাখ টাকা। এছাড়াও মাওবাদীদের বেশ কয়েকজন শীর্ষ নেতা খতম হয়েছে বলে জানা গিয়েছে। ঘটনাস্থল থেকে প্রচুর বারুদ এবং একে-৪৭ উদ্ধার হয়েছে।