• Delhi Cafe Denied Entry To Burqa : হিজাব-বোরখায় ক্যাফেতে প্রবেশ নিষিদ্ধ! মুসলিম মহিলাদের অভিযোগ ঘিরে শোরগোল
    এই সময় | ১৭ এপ্রিল ২০২৪
  • দিল্লির ক্যাফেতে প্রবেশ করতে দেওয়া হল না বোরখা পরিহিতদের। একাধিক মহিলার অভিযোগ, দিল্লির নিউ ফ্রেন্ডস কলোনি এলাকার মার্বিয়া ক্যাফেতে পোশাকের অজুহাত দেখিয়ে ঢুকতে বাধা দেওয়া হয়েছে তাঁদের। ঘটনা ঘিরে শোরগোল পড়ে গিয়েছে রাজধানী শহরে।ঘটনার সূত্রপাত গত রবিবার। এক মহিলার অভিযোগ, বোরখা পরায় তাঁদের কয়েকজনকে রিসেপশনিস্ট নিউ ফ্রেন্ডস কলোনির মার্বিয়া ক্যাফেতে প্রবেশ করার অনুমতি দেননি। কোনও বিতর্কে না জড়িয়ে বোরখা পরিহিতরা ঘটনাস্থল থেকে বেরিয়ে যান বলে খবর।

    পরবর্তীতে জানা যায়, দিল্লির ওই ক্যাফের রিসেপশনিস্টদের পক্ষ থেকে জানানো হয়, হিজাব কিংবা বোরখা পরে কাউকে প্রবেশ করতে দেওয়া হয় না। এটি তাদের ক্যাফের পলিসি। ভুক্তভোগীদের মধ্যে একজনের দাদা আরব আলি এই মর্মে ইনস্টাগ্রামে একটি লম্বা-চওড়া পোস্ট করেন। তাঁর বক্তব্য, 'অন্য ধর্মের যে কোনও পোশাক পরে ভিতরে যেতে পারেন, তবে দিল্লির এই ক্যাফেতে হিজাব পরিহিতাদের প্রবেশ নিষিদ্ধ।' সোশ্যাল মিডিয়ায় গোটা ঘটনাটির বিস্তারিত ব্যাখ্যা করেন তিনি। বেলা ২টো নাগাদ দিল্লির মার্বিয়া ক্যাফেতে যান বোরখা পরিহিত কয়েকজন মহিলা। প্রথমে রিসেপশনিস্টের পক্ষ থেকে প্রশ্ন করা হয় তাঁদের নামে কোনও টেবিল বুক করা ছিল কি না। তা না থাকায় মহিলারা অন স্পট বুকিং করার কথা জানান। কিন্তু, তাতেও ভিতরে প্রবেশ করতে দেওয়া হয়নি তাদের। অভিযোগ, রিসেপশনিস্ট স্পষ্ট জানান, বোরখা পরে ক্যাফেতে প্রবেশ করা যাবে না। কোনও তর্ক না করে এলাকায় ছেড়ে চলে যান মহিলারা। পরবর্তীতে ক্যাফেতে ফোন করেন তাঁরা। আদৌ বোরখা পরে ভিতরে প্রবেশ করতে দেওয়া হয় কি না, তা যাচাই করা হয়। জানা যায়, মার্বিয়া ক্যাফেতে হিজাব-বোরখা পরিহিতদের এন্ট্রি নিষিদ্ধ। মহিলাদের অভিযোগ, ক্যাফে কর্তৃপক্ষ বারবার জানায়, এটাই তাদের রেস্তরাঁ পলিসি।

    আরব আলি নিজের সোশ্যাল মিডিয়া পোস্টে আরও উল্লেখ করেন, 'হঠাৎ করেই নিজের গলার সুর বদল করে ফেলেন ক্যাফে কর্মী। তিনি জানান, ফর্মাল, সেমি ফর্মাল এবং ক্যাজুয়াল ছাড়া কোনও পোশাকে এন্ট্রি দেওয়া হয় না রেস্তরাঁয়। কেন হিজাব পরে ভিতরে প্রবেশ করতে দেওয়া হয় না, এই প্রশ্ন করা হলে ক্যাফে কর্মীর সাফাই, সম্ভবত রিসেপশনিস্ট মহিলা বোঝাতে ভুল করেছেন।' এক্স হ্যান্ডেলের এই পোস্ট হু হু করে নেটাপাড়ায় ভাইরাল হতে শুরু করে। তা নজরে পরে ক্যাফে মালিকেরও।

    মার্বিয়া ক্যাফের ম্যানেজিং ডিরেক্টর সায়েদ আক্রম আলি বলেন, 'আমরা স্পষ্টভাবে জানাতে চাই, শাড়ি, বোরখা কিংবা হিজাবের মতো মতো কোনও পোশাকেই আমাদের ক্যাফেতে প্রবেশ নিষিদ্ধ নয়। যদি কারও কোনও সমস্যা হয়ে থাকে, আমরা গভীরভাবে দুঃখিত। এমন অভিযোগ নজিরবিহীন।'
  • Link to this news (এই সময়)