Digha: দিঘায় এই অবাক জিনিসটি নিয়ে কৌতূহলের শেষ নেই! এটির নেপথ্য-রহস্য চমকে দেবে!
ইন্ডিয়ান এক্সপ্রেস | ১৭ এপ্রিল ২০২৪
Digha:
দিঘা বাঙালির অন্যতম পছন্দের একটি জায়গা। একটু সুযোগ মিললেই ভ্রমণপ্রিয় বাঙালির দল দিঘা (Digha) দৌড়োয়। দিঘা স্বাদ যেন মিটেও মেটে না। ঘরের কাছে দিঘার এই উত্তাল সমুদ্রের অনাবিল আনন্দের স্রোতে ভেসে যেতে সবসময় যেন তৈরি আট থেকে ৮০। ওল্ড দিঘার (Old Digha) সমুদ্র সৈকতে একটি রহস্যময় নির্মাণ নিয়ে কৌতূহলের শেষ নেই পর্যটকদের (Tourists)। ভগ্নপ্রায় এই নির্মাণটির নেপথ্যের আসল রহস্যটা ঠিক কী? তা নিয়েই রইল বিশেষ এই প্রতিবেদন।