Adam Gilchrist on Hardik Pandya: রোহিত-বুমরারা একঘরে করেছে হার্দিককে! মুম্বই ড্রেসিংরুম নিয়ে বোমা এবার গিলক্রিস্টের
ইন্ডিয়ান এক্সপ্রেস | ১৭ এপ্রিল ২০২৪
Hardik Pandya as Mumbai Indians captain:
রোহিত-বুমরারা একঘরে করে রেখেছে হার্দিককে! মুম্বই ড্রেসিংরুম নিয়ে এবার বোমা ফাটিয়ে দিলেন অ্যাডাম গিলক্রিস্ট। রবিবারই চেন্নাই সুপার কিংসের কাছে গোহারান হেরেছে মুম্বই ইন্ডিয়ান্স। আর, তারপরই মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক হার্দিক পান্ডিয়ার অধিনায়কত্ব, তাঁর ব্যাটিং এবং বোলিং দক্ষতা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। যাবতীয় সমালোচনার জবাব দিতে গিয়ে হার্দিক টেনে এনেছেন ধোনির প্রসঙ্গ।
Link to this news (ইন্ডিয়ান এক্সপ্রেস)