RCB-BCCI: নতুন মালিকের কাছে RCB-কে বেচে দিক জয় শাহরা! BCCI-কে বোমা ফাটানো পরামর্শ টেনিস কিংবদন্তির
ইন্ডিয়ান এক্সপ্রেস | ১৭ এপ্রিল ২০২৪
Mahesh Bhupati’s bizarre suggestion to BCCI:
তিনিও বেঙ্গালুরু তথা কর্ণাটকের ছেলে। আইপিএলে আরসিবির পরের পর ম্যাচে হার আর চোখে দেখতে পাচ্ছেন না মহেশ ভূপতি। এবার তাই তিনি ভারতীয় ক্রিকেট বোর্ডের কাছে আর্জিই জানিয়ে ফেললেন আরসিবিকে বিক্রি করে দেওয়ার। অধিনায়ক ফাফ ডু প্লেসিস অ্যান্ড কোং-এর ব্যর্থতার জন্য ভূপতির সবচেয়ে বেশি রাগ গিয়ে পড়েছে আরসিবি কর্তাদের ওপর। সেই কারণেই তিনি দলটাকে নতুন করে বেচে দেওয়ার আবেদন জানিয়েছেন।