• RCB: আরসিবিকে বিক্রি করার আর্জি জানালেন ভারতীয় টেনিস তারকা
    আজকাল | ১৭ এপ্রিল ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: আরসিবিকে অবিলম্বে বিক্রি করে দিন। হঠাৎ এমন আর্জি জানিয়ে বসলেন মহেশ ভূপতি। পরপর পাঁচ ম্যাচ হারের পর রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে নিয়ে বিরক্তি প্রকাশ ভারতীয় টেনিস তারকার। সমাজমাধ্যমে মহেশ ভূপতি লেখেন, "ভারতীয় ক্রিকেট বোর্ডের উচিত আইপিএল, সমর্থক এবং দলের ক্রিকেটারদের স্বার্থের কথা ভেবে আরসিবিকে অন্য কোনও সংস্থার হাতে তুলে দেওয়া। যারা একটা স্পোর্টস ফ্র্যাঞ্চাইজি‌ গড়ে তুলতে পারবে। যেমন অন্য দলগুলো করছে।" মোট সাতটি ম্যাচের মধ্যে ছটিতে হেরেছে কোহলিরা। তারমধ্যে পরপর পাঁচটিতে। বিরাট প্রতি ম্যাচে রান পেলেও জিততে পারছে না বেঙ্গালুরু। দলে বিরাট কোহলি, ফাফ ডু"প্লেসি, ক্যামেরুন গ্রিনের মতো তারকারা থাকা সত্ত্বেও সাফল্য নেই। ২০০৮ থেকে আইপিএল শুরু হয়েছে। এখনও পর্যন্ত ট্রফি জিততে পারেনি বেঙ্গালুরু। অন্যদিকে মাত্র দ্বিতীয় সংস্করণেই চ্যাম্পিয়ন হয় স্মৃতি মান্ধানারা। তাই আশা করা গিয়েছিল, এবার তেড়েফুঁড়ে খেলবে কোহলিরা। কিন্তু যে কে সেই! বরং, চলতি বছর সবচেয়ে খারাপ শুরু। হার দিয়ে শুরু করার পর দ্বিতীয় ম্যাচ জিতেছিল বেঙ্গালুরু। তারপর টানা হার। এই জায়গা থেকে বেরোনোর রাস্তা খুঁজেই চলেছেন ডু"প্লেসিরা। 
  • Link to this news (আজকাল)