• Murshidabad: নকল পরিচয়পত্র এবং হ্যান্ডকাফ সহ মুর্শিদাবাদে ধৃত ভুয়ো এনআইএ অফিসার...
    আজকাল | ১৭ এপ্রিল ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: এনআইএ অফিসারের ভুয়ো পরিচয় ব্যবহার করে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করল লালগোলা থানার পুলিশ। তার কাছ থেকে এনআইএ অফিসারের ভুয়ো পরিচয় পত্র এবং একটি "হ্যান্ডকাফ" উদ্ধার হয়েছে। ধৃতের সাত দিনের পুলিশি হেফাজতের আবেদন করে মঙ্গলবার তাঁকে লালবাগ আদালতে পেশ করা হয়েছে। থানার এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন, সোমবার রাতে লালগোলা থানার অফিসাররা যখন রামনগর গ্রামে নাকা তল্লাশি চালাচ্ছিলেন সেই সময় জাহির আব্বাস নামে ওই যুবক বাইক নিয়ে গ্রামে ফিরছিলেন। পুলিশ গাড়ি থামাতে বলতেই নিজেকে এনআইএ-র ইন্সপেক্টর হিসেবে পরিচয় দেয় ওই যুবক। পুলিশ পরিচয়পত্র দেখতে চাইলে ওই যুবক এনআইএ অফিসারের একটি পরিচয় পত্র দেখায়। ঊর্ধ্বতন কোনো অফিসারের সঙ্গে কথা বলাতেও পারেনি ওই যুবক। এরপরেই তাঁকে থানায় নিয়ে যাওয়া হয়। পুলিশের জেরার মুখে পড়ে ওই যুবক জানায় পরিচয়পত্রটি আসলে ভুয়ো। গ্রামে গৃহশিক্ষকতার কাজ করে জাহির- এমনটাই জানতে পেরেছে পুলিশ। কী কারণে ভুয়ো পরিচয়পত্র এবং হ্যান্ডকাফ নিজের কাছে রেখেছিল ওই যুবক তা তদন্ত করে দেখছে পুলিশ।
  • Link to this news (আজকাল)