• Murshidabad: লোকসভা নির্বাচনের মুখে গাঁজা পাচার করতে গিয়ে মুর্শিদাবাদে ধৃত ‌দুই ...
    আজকাল | ১৭ এপ্রিল ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক:‌ আসন্ন লোকসভা নির্বাচনের আগে উত্তরবঙ্গের কোচবিহার থেকে দক্ষিণবঙ্গের নদিয়াতে গাঁজা পাচার করতে গিয়ে মুর্শিদাবাদের ফরাক্কা থানার পুলিশের হাতে গ্রেপ্তার দুই পাচারকারী। ধৃতদের নাম সুশীল কুণ্ডু এবং সাধন রায়। ধৃতদের বাড়ি নদিয়ায়। উদ্ধার হয়েছে প্রায় ৬৪ কেজি গাঁজা। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ২০ লক্ষ টাকা। সোমবার রাতে গোপন সূত্রে পুলিশের কাছে খবর এসেছিল পাচারকারীরা একটি ছোট লরিতে করে বিপুল পরিমান গাঁজা কোচবিহার থেকে নদিয়া জেলায় পাচারের চেষ্টা করছে। পুলিশ গাড়িটিকে ৩৪ নম্বর জাতীয় সড়কের উপর শঙ্করপুর এলাকায় তল্লাশির জন্য আটকায়। পুলিশ জানিয়েছে, পাচারকারীরা বিপুল পরিমাণ গাঁজা লোহার স্ক্র্যাপের তলায় লুকিয়ে পাচারের চেষ্টা চালাচ্ছিল। ধৃতরা জেরায় জানিয়েছে গাঁজার এই ‘‌কনসাইনমেন্ট’‌ উত্তর–পূর্ব ভারতের একটি রাজ্য থেকে কোচবিহারে আনা হয়েছিল। এরপর পাচারকারীরা তা ছোট ছোট ভাগ করে বিভিন্ন এলাকায় পাচারের চেষ্টা করে। ধৃতরা দীর্ঘদিন ধরে গাঁজা পাচারের সঙ্গে যুক্ত বলে জানিয়েছে পুলিশ। ধৃতদের বিরুদ্ধে এনডিপিএস আইনের একাধিক ধারায় মামলা রুজু করে তাদের ৭ দিনের পুলিশ হেফাজতের আবেদন করে মঙ্গলবার বহরমপুরে এনডিপিএস আদালতে পেশ করা হয়।  
  • Link to this news (আজকাল)