• SNU: ইতালির ডিজিটাল বিশ্ববিদ্যালয়ের সঙ্গে মউ স্বাক্ষর করল এস এন ইউ...
    আজকাল | ১৭ এপ্রিল ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: আন্তর্জাতিক স্তরে আরও একধাপ এগিয়ে গেল সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি। মউ স্বাক্ষর করল ইতালির প্রথম ডিজিটাল বিশ্ববিদ্যালয় ইউনিমার্কনির সঙ্গে। এর ফলে দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে সাংস্কৃতিক, বিজ্ঞানচর্চা এবং শিক্ষা বিষয়ক বিনিময় হবে। ইউনিমার্কনি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা এস এন ইউ-র ক্যাম্পাস পরিদর্শন করেন। উপস্থিত ছিলেন ইউনিমার্কনির ডিরেক্টর আরতুরো লাভেলি। দুই বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা একসঙ্গে নানা ধরণের শিক্ষামূলক কাজে অংশগ্রহণ করবে। এই দুই বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের পেশাদারি মনোভাব গড়ে উঠবে। দুই বিশ্ববিদ্যালয়ের শীর্ষ কর্তাদের উপস্থিতিতে এই মউ স্বাক্ষরিত হয়। এস এন ইউ-র উপাচার্য প্রফেসর ধ্রুবজ্যোতি চ্যাটার্জি বলেন, পড়ুয়াদের ভবিষ্যৎ গড়ার ক্ষেত্রে এটি একটি বড় সুযোগ।     
  • Link to this news (আজকাল)