• এবার নকআউট, মোহনবাগানের ট্রফি জিততে চাই দুই জয়, রইল প্লে-অফের পুরো সূচি
    ২৪ ঘন্টা | ১৭ এপ্রিল ২০২৪
  • জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: মোহনবাগান সুপার জায়ান্ট (MBSG) জিতে নিয়েছে আইএসএল লিগ শিল্ড (ISL League Shield)! গঙ্গা পাড়ের শতাব্দী প্রাচীন ক্লাব মুম্বই সিটি এফসিকে ২-১ গোলে হারিয়ে (Mohun Bagan vs Mumbai City FC, ISL 2023-24) অধরা মাধুরীকে ছুঁয়ে ফেলেছে। লিগ পর্যায়ে সবচেয়ে বেশি পয়েন্ট নিয়ে অ্য়ান্তোনিয়ো লোপেজ হাবাসের শিষ্য়রা হাতে তুলেছেন শিল্ড। এবার লিগ শেষ। শুরু নকআউটের লড়াই। লিগ পর্বের প্রথম ছয় দল সেখানে অংশ নিচ্ছে। ২২ ম্য়াচের শেষে প্রথম ছয়ে থাকল মোহনবাগান (৪৮ পয়েন্ট)। দুয়ে মুম্বই (২২ ম্য়াচে ৪৭ পয়েন্ট)। তিনে এফসি গোয়া (২২ ম্য়াচে ৪৫ পয়েন্ট)। চারে ওড়িশা এফসি (২২ ম্য়াচে ৩৯ পয়েন্ট)। পাঁচে কেরালা ব্লাস্টার্স (২২ ম্য়াচে ৩৩ পয়েন্ট) ও ছয়ে চেন্নাইয়িন এফসি (২২ ম্য়াচে ২৭ পয়েন্ট)। লিগ পর্যায়ের শেষে প্লেঅফে কোয়ালিফাই করল যারা:মোহনবাগান, মুম্বই, গোয়া, ওড়িশা, কেরালা ও চেন্নাইয়িন লিগ 'ফার্স্ট বয়' ও 'সেকেন্ড বয়' হওয়ার সুবাদে মোহনবাগান ও মুম্বই সরাসরি চলে গিয়েছে সেমিফাইনালে।এবার দেখে নিন প্লেঅফের সম্পূর্ণ সূচি১৯ এপ্রিল: প্রথম নকআউট – ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে মুখোমুখি ওড়িশা ও কেরালা

    ২০ এপ্রিল: দ্বিতীয় নকআউট – গোয়ার জওহরলাল নেহেরু স্টেডিয়ামে মুখোমুখি গোয়া ও চেন্নাইয়িন (লিগে ওড়িশা ও গোয়া এগিয়ে থাকায়, তারা পাচ্ছে হোম ম্য়াচ খেলার সুযোগ)২৩ এপ্রিল: প্রথম সেমিফাইনাল (প্রথম লেগ)- প্রথম নকআউটের জয়ী দলের বিরুদ্ধে খেলবে মোহনবাগান

    ২৪ এপ্রিল: দ্বিতীয় সেমিফাইনাল (প্রথম লেগ)- দ্বিতীয় নকআউটের জয়ী দলের বিরুদ্ধে খেলবে মুম্বই২৮ এপ্রিল: দ্বিতীয় সেমিফাইনাল (দ্বিতীয় লেগ)- যুবভারতী ক্রীড়াঙ্গনে মোহনবাগান খেলবে প্রথম নকআউটের জয়ী দলের বিরুদ্ধে 

    ২৯ এপ্রিল: দ্বিতীয় সেমিফাইনাল (দ্বিতীয় লেগ)- মুম্বই ফুটবল এরিনায় মুম্বই খেলবে দ্বিতীয় নকআউটের জয়ী দলের বিরুদ্ধে(মোহনবাগান-মুম্বইকে অ্য়াওয়ে ম্য়াচও খেলতে হচ্ছে) ৪ মে:  আইএসএল ফাইনাল (ভেন্য়ু এখনও ঠিক হয়নি)

     
  • Link to this news (২৪ ঘন্টা)