'অনেক হয়েছে...এবার বেচে দিন আরসিবি'! বিসিসিআইকে অনুরোধ তিতিবিরক্ত কিংবদন্তির
২৪ ঘন্টা | ১৭ এপ্রিল ২০২৪
জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: রয়্য়াল চ্য়ালেঞ্জার্স ব্যাঙ্গালোর থেকে রয়্য়াল চ্য়ালেঞ্জার্স বেঙ্গালুরু (Royal Challengers Bengaluru) হয়েছে নাম। নামবদলেও ভাগ্য় ফেরেনি দলের। সেই একই হতশ্রী দশা আরসিবি-র। আইপিএলের জন্মলগ্ন থেকে খেলা তিন দলের মধ্য়ে দিল্লি-পঞ্জাব-বেঙ্গালুরু কখনও আইপিএল জিততে পারেনি। আইপিএল তো দূরের কথা ফাফ দু প্লেসিসদের ম্য়াচ জেতারও কোনও ইচ্ছা নেই। ১০ দলীয় লড়াইয়ে এখন সবার শেষে আরসিবি। সাত ম্য়াচের মধ্য়ে ছয় ম্য়াচ হারা ও এক ম্য়াচ জেতা দলের প্লে-অফের সম্ভাবনা নেই বললেই চলে। আর আরসিবির এহেন জঘন্য় ফর্ম আর চোখে দেখতে পারছেন না ভারতীয় টেনিস কিংবদন্তি মহেশ ভূপতি (Mahesh Bhupathi)। সাফ বলেই দিলেন যে, অনেক হয়েছে এবার আরসিবি-কে বেচে দেওয়ার সময় এসেছে!মহেশ তাঁর এক্স হ্য়ান্ডেলে লেখেন, 'খেলার স্বার্থে এবং আইপিএলের কথা ভেবেই আমি বলছি। সর্বোপরি সকল ফ্য়ানদের কথা মাথায় রেখে বিসিসিআইয়ের উচিত এবার আরসিবি-কে বিক্রি করে দেওয়া কোনও নতুন মালিকের কাছে। যে যত্ন সহকারে বাকি দলগুলির মতো এই স্পোর্টস ফ্র্যাঞ্চাইজিকে গড়ে তুলবে।' এর সঙ্গে মহেশ হ্যাশট্য়াগ দিয়ে জুড়ে দিয়েছে #tragic! অর্থাৎ বোঝাই যাচ্ছে যে, তিনি যেমন তিতিবিরক্ত তেমনই মর্মাহত। আরসিবি এখনও পর্যন্ত তিনবার ফাইনাল খেলেছে। একবার প্লে-অফে যেতে পেরেছ। রাহুল দ্রাবিড় থেকে শুরু করে কেভিন পিটারসেন, অনিল কুম্বলে, ড্য়ানিয়েল ভেট্টোরি, বিরাট কোহলি, শেন ওয়াটসন (স্ট্য়ান্ড-ইন) ও ফাফ দু প্লেসিস দলের নেতৃত্ব দিয়েছেন। তবে ট্রফি কেউ দিতে পারেননি। আরসিবি-র পুরুষ দল ট্রফি না জিততে পারলেও, এই ফ্র্যাঞ্চাইজির মেয়েরা ইতিহাস লিখেছেন উইমেনস প্রিমিয়র লিগে। অভিষেকের পরের বছরেই স্মৃতি মন্ধানারা। আরসিবি-র ছেলেরা যা ১৬ বছরে করতে পারেননি, তা মাত্র দু'বছরে করে দেখিয়েছেন আরসিবি-র মেয়েরা। ২০২১ সালের ১৬ সেপ্টেম্বর আরসিবি নক্ষত্র বিরাট কোহলি জানিয়ে ছিলেন যে, আসন্ন টি-২০ বিশ্বকাপই কুড়ি ওভারের ফর্ম্যাটে জাতীয় দলের অধিনায়ক হিসেবে তাঁর শেষ অভিযান। আর তার ঠিক তিনদিন পরেই কোহলি আরসিবি-র অধিনায়কত্ব ছেড়েছিলেন। তাঁর জুতোয় পা গলান ফাফ দু প্লেসিস। ২০০৮ সাল থেকেই কোহলি আরসিবি-র হয়ে আইপিএল খেলছেন। ২০১১ সালে অধিনায়কত্বের গুরুদায়িত্ব তাঁর কাঁধে সঁপে দেওয়া হয়। কিন্তু অধিনায়ক হিসেবে ১০ বছরে একবারও আইপিএল ট্রফি দিতে পারেননি বিরাট।