ছত্তীসগঢ়ে নিহত ২৯ মাওবাদী, উদ্ধার প্রচুর অত্যাধুনিক অস্ত্র!
২৪ ঘন্টা | ১৭ এপ্রিল ২০২৪
রাজীব চক্রবর্তী: আবার সেই ছত্তীসগঢ়! পুলিসের সঙ্গে গুলির লড়াইয়ে নিহত ২৯ জন মাওবাদী। উদ্ধার প্রচুর অত্যাধুনিক অস্ত্র। ঘটনাটি ঘটেছে কাঁকেড় জেলায়।
ঘটনাটি ঠিক কী? দোরগোড়ায় লোকসভা ভোট। ছত্তিশগড়ের বিভিন্ন জেলায় এখন মাওবাদী অভিযানে নেমেছে নিরাপত্তাবাহিনী ও পুলিস। সেই অভিযানেই ফের মিলল সাফল্য।জানা গিয়েছে, কাঁকেড় জেলার ছোটবেঠীয়ায় এলাকায় জড়ো হয়েছিল মাওবাদী। গোপন সূত্রের খবর পেয়ে অভিযান চালায় নিরাপত্তা। কবে? আজ, মঙ্গলবার দুপুরে। বস্তারের আইজি পি সুন্দরাজ জানিয়েছেন, 'যেখানে গুলির লড়াই হয়, সেখানে ১৮ মাওবাদী দেহ উদ্ধার পাওয়া গিয়েছে। সংঘর্ষ আহত হয়েছেন ৩ জওয়ান। এলাকায় তল্লাশি অভিযান চালানো হচ্ছে'। তাঁর মতে, 'ছত্তীসগঢ়ে মাওবাদী এটা অন্য়তম বড় সাফল্য'।এর আগে, ছত্তীসগঢ়ের বিজাপুর জেলায় যৌথবাহিনীর গুলির লড়াইয়ে নিহত হয়েছিল ৯ মাওবাদী। সেবার লেন্দ্রা গ্রামের কাছে জড়ো হয়েছিল মাওবাদীরা। গোপন সূত্রের খবর পেয়ে শুরু হয় অভিযান। বিপদ বুঝে প্রথমে গুলি চালায় মাওবাদীরা। পাল্টা জবাব দেয় যৌথবাহিনীও। বেশ কিছুক্ষণ ধরে চলে গুলির ল়ড়াই। এরপর শান্ত হয়ে যায় এলাকা। মাওবাদীদের দিকে গুলি না চলায় যখন এগোতে শুরু করে যৌথবাহিনী, তখনই উদ্ধার হয় ৯ মাওবাদীর দেহ। সঙ্গে মেশিন গান, গ্রেনেড লঞ্চার-সহ প্রচুর অস্ত্রও।
Link to this news (২৪ ঘন্টা)