• KKR: নারিনের বিধ্বংসী একশো, ইডেনে নাইটদের প্রথম শতরান
    আজকাল | ১৭ এপ্রিল ২০২৪
  • সম্পূর্ণা চক্রবর্তী: আইপিএলে সুনীল নারিনকে রিটেন করার নিয়ে একসময় কটূক্তির মুখে পড়তে হয়েছিল কেকেআর কর্তৃপক্ষকে। "বাতিল ঘোড়া"র তকমা সেঁটে দেওয়া হয়েছিল তাঁর গায়ে। তথাকথিত দলের "বুড়ো" ক্রিকেটারকে বিদায় করার পক্ষে ছিল কর্তাদের একাংশ। সেই সুনীল নারিন‌ই আজ হিরো। কেকেআরের ২২৩ রানের মধ্যে ১০৯ রান ক্যারিবিয়ান অলরাউন্ডারের। তাঁর রানটা বাদ দিলে কী হতো বলা মুশকিল। কারণ দ্বিতীয় ব্যক্তিগত সর্বোচ্চ রান ৩০। মঙ্গল সন্ধের ইডেন দেখল নারিন শো। একাই নাইটদের বড় রানে পৌঁছে দিলেন ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার। উইকেটের চারিদিকে শট খেললেন। কে বলবে শুধুমাত্র পাওয়ার প্লে তে দ্রুত রান তোলার জন্য ওপেন করতে পাঠানো হয় নারিনকে! পুরো ব্যাটারদের‌ মতো খেললেন। তুলে নিলেন আইপিএলের প্রথম শতরান। ৪৯ বলে ১০০ রানে পৌঁছে যান। বিধ্বংসী ইনিংসে ছিল ৬টি ছয়, ১৩টি চার। ১৯৪.৬৪ স্ট্রাইক রেট। কেকেআরের তৃতীয় সেঞ্চুরি। ইডেনে প্রথম। ব্রেন্ডন ম্যাকালাম, ভেঙ্কটেশ আইয়ারের পর সুনীল নারিন। চলতি আইপিএলে চতুর্থ। এর আগে শতরান করেন বিরাট কোহলি, জস বাটলার এবং রোহিত শর্মা। ৮৫ রান নারিনের সর্বোচ্চ ছিল। চলতি আইপিএলে দিল্লি ক্যাপিটলসের বিরুদ্ধে করেছিলেন। এদিন সেটাকে ছাপিয়ে নতুন নজির গড়লেন। টসে জিতে নাইটদের ব্যাট করতে পাঠানোর জন্য আফশোস করবেন সঞ্জু স্যামসন। তাঁর যাবতীয় প্ল্যান একাই ভেস্তে দেন নারিন। শেষমেষ ৫৬ বলে ১০৯ রান করে বোল্টের বলে বোল্ড হন। কিন্তু যা ড্যামেজ করার, করে দেন। শতরানে পৌঁছনোর পর আবেগতাড়িত হয়ে পড়েন সুনীল। কিন্তু তাঁর উচ্ছ্বাসকে ছাপিয়ে যায় অন্য প্রান্তে থাকা রাসেল। চিৎকার করে দৌড়ে গিয়ে নারিনকে জড়িয়ে ধরেন। নিজে অবশ্য এদিন রান পাননি। মাত্র ১৩ রানে ফেরেন রাসেল। নারিনের দিনে বাকি ব্যাটাররা ব্যর্থ। আগের দিন দুরন্ত ছন্দে থাকা ফিল সল্টও রান পায়নি। ১০ রানে আউট হন। ব্যর্থ শ্রেয়সও। ১১ রান করেন। দ্বিতীয় উইকেটে নারিনকে কিছুটা সঙ্গ দেন অঙ্গকৃষ রঘুবংশী। ৫টি চারের সাহায্যে ১৮ বলে ৩০ রান করেন। দ্বিতীয় উইকেটে ৮৫ রান যোগ করে এই জুটি। ৩০ ওভারের শেষে ৬ উইকেট হারিয়ে নাইটদের রান ২২৩। জয়ের জন্য ২২৪ রান দরকার। ইডেনের উইকেটে রান তাড়া করে যা প্রায় অসম্ভব বলা যায়।‌ছবি: অভিষেক চক্রবর্তী
  • Link to this news (আজকাল)