বঙ্গের ১২ জেলার তাপপ্রবাহের সতর্কতা, কবে স্বস্তির বৃষ্টি, জবাব হাওয়া অফিসের
এই সময় | ১৭ এপ্রিল ২০২৪
রাজ্যজুড়ে ক্রমশ বাড়ছে গরমের দাপট। সোমবার রাজ্যের তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছিল। মঙ্গলবার রাজ্যের ১৪টি জায়গায় তাপমাত্রার পারদ ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছে, জানা গিয়েছে এমনটাই। তাপমাত্রা বৃদ্ধির পাশাপাশি তাপপ্রবাহের পরিস্থিতিও তৈরি হয়েছে। আপাতত স্বস্তির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে। বরং এই সপ্তাহে রাজ্যের তাপমাত্রা আরও বাড়তে পারে, এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
কেমন থাকবে কলকাতার আবহাওয়া?
বুধবার শহর কলকাতার তাপমাত্রা থাকতে পারে ৩৯ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৯ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। গতকাল অর্থাৎ মঙ্গলবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৩৯.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে চার ডিগ্রি বেশি এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৯.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি বেশি। এদিন বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সর্বাধিক ৮৯ শতাংশ এবং সর্বনিম্ন ৩৪ শতাংশ। বুধবার কলকাতায় বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই। গরম এবং আপেক্ষিক আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে।কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?
শুক্রবার পর্যন্ত গরম ও অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে দক্ষিণবঙ্গে। পশ্চিমের শুকনো হাওয়ায় গরম ও অস্বস্তি আরো বাড়বে। পশ্চিমের জেলাগুলিতে লু বইবার মতো পরিস্থিতি তৈরি হতে পারে। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ জেলায় তাপপ্রবাহের মতো পরিস্থিতি তৈরি হতে পারে। প্রয়োজন না পড়লে ১১টা থেকে ৪ টে পর্যন্ত বাড়ির বাইরে না যাওয়ার কথা বলা হচ্ছে।
স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, বৃষ্টিপাত কবে হবে? কবে ফিরবে স্বস্তি? এই প্রসঙ্গে কোনও সুখবর এখনও আলিপুর আবহাওয়া দফতর শোনাতে পারছে না। হাওয়া অফিস সূত্রে খবর, আপাতত বৃষ্টিপাতের কোনও পূর্বাভাস নেই।
কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া?
উত্তরবঙ্গের উপরের দিকের জেলাগুলিতে রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা। আগামী চার দিনে দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে। উপরের দিকের ৫ জেলায় বৃষ্টিপাত চলবে। নীচের দিকের তিন জেলাতে গরম এবং অস্বস্তি বাড়বে। মালদা উত্তর ও দক্ষিণে তাপপ্রবাহের মতো পরিস্থিতি তৈরি হতে পারে।
কেমন থাকবে অন্যান্য রাজ্যের আবহাওয়া?
ওডিশা এবং সংলগ্ন এলাকাতে রয়েছে তাপপ্রবাহের পরিস্থিতি। গরম এবং অস্বস্তি বজায় থাকবে তামিলনাডু, পন্ডিচেরি, কেরালা, মাহে, গুজরাট, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ এবং ইয়ানামে। ওডিশা, অন্ধ্রপ্রদেশ, ইয়ানাম, তামিলনাডু, পন্ডিচেরি, সৌরাষ্ট্র, কচ্ছ করাইকাল, কেরালা, মাহে, কঙ্কন এবং গোয়াতে তাপপ্রবাহের সতর্কবার্তা রয়েছে।