Shah Rukh Khan-Narine: আইপিএলে প্রথম সেঞ্চুরি, তা-ও আবার ইডেনে! নারিনের জন্য গর্বে বুক চওড়া শাহরুখের, করলেন এই কাণ্ড, দেখুন
ইন্ডিয়ান এক্সপ্রেস | ১৭ এপ্রিল ২০২৪
Shah Rukh reaction after Sunil Narine slams slams first IPL hundred:
রাজস্থান রয়্যালসের বিপক্ষে কলকাতা নাইট রাইডার্সের হয়ে ৪৯ বলে সেঞ্চুরি করেন সুনীল নারাইন। মঙ্গলবার এমনই বিশেষ কিছু মুহূর্তের সাক্ষী থাকল ইডেন গার্ডেন। সুনীল নারিন, তার প্রথম-শ্রেণির ক্রিকেটে অভিষেকের ১৫ বছর পর, ৩৫ বছর ৩২৬ দিন বয়সে কেরিয়ারের প্রথম সেঞ্চুরি করলেন। রাজস্থান রয়্যালসের বিপক্ষে কলকাতা নাইট রাইডার্সের হয়ে ৪৯ বলে তিনি সেঞ্চুরি করেন। ওয়েস্ট ইন্ডিয়ান অলরাউন্ডারকে ব্যাটিং অর্ডারে এগিয়ে এনেছে কেকেআর। সেই সুযোগের সম্পূর্ণ সদ্ব্যবহার করে নারিন ৫৬ বলে ১০৯ রান করেন। মারেন ১৩টি চার ও ৬টি ছক্কা। সমর্থকদের পাশাপাশি, যা দেখে গ্যালারিতে উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা যায় কেকেআরের মালিক শাহরুখ খানকেও।