দেশে এবছর একইসঙ্গে ক্রিকেট উৎসব আইপিএল আর গণতন্ত্রের উৎসব নির্বাচন। এই দুই উৎসবকে মেলাল বিসিসিআই এবং নির্বাচন কমিশন। যার অঙ্গ হিসেবে শচীন তেণ্ডুলকার-সহ ক্রিকেটাররা ভোটারদের কাছে আবেদন জানিয়েছেন ভোট দেওয়ার জন্য। আইপিএলের ম্যাচ চলাকালীন দর্শকদের উৎসাহিত করতে স্টেডিয়ামে সেইসব ভিডিওবার্তা শোনানো হচ্ছে।