• Weather Update: প্রথম দফা ভোটে উত্তরবঙ্গে ঝড়বৃষ্টির পূর্বাভাস, জারি সতর্কতা ...
    আজকাল | ১৭ এপ্রিল ২০২৪
  • আজকাল ওয়েববেস্ক: একদিকে তাপপ্রবাহ, অন্যদিকে তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস। বাংলার দুই দিকে কার্যত দুইরকমের আবহাওয়া থাকবে চলতি সপ্তাহে। প্রথম দফা ভোটে উত্তরবঙ্গে দুর্যোগের সম্ভাবনা রয়েছে। শনিবার পর্যন্ত উত্তরবঙ্গের জেলায় জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, উত্তরবঙ্গের কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, দার্জিলিং ও কালিম্পংয়ে বিক্ষিপ্তভাবে বৃষ্টি এবং ঘন্টায় ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া এবং শিলাবৃষ্টি হতে পারে। পাঁচ জেলাতেই জারি হলুদ সতর্কতা। উল্লেখ্য, ১৯ মে কোচবিহার, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রে প্রথম দফা নির্বাচন। সেই সময়ে জেলায় জেলায় দুর্যোগের আশঙ্কা।
  • Link to this news (আজকাল)