রামমন্দির প্রতিষ্ঠার পর প্রথম রামনবমীতে শুভেচ্ছা মোদির, শান্তি বজায় রাখার বার্তা মমতার
প্রতিদিন | ১৭ এপ্রিল ২০২৪
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অযোধ্যায় (Ayodhya) রামমন্দির প্রতিষ্ঠার পর আজ প্রথম রামনবমী। বুধবার সকালে সেকথা মনে করিয়ে টুইটে সকলকে রামনবমীর শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিকে টুইটে সকলকে রামনবমীর শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও (Mamata Banerjee)। শান্তি বজায় রাখার পরামর্শ দিলেন তিনি।
গত কয়েক বছর ধরে রাজ্যে রামনবমীর রমরমা। বিজেপি এবং হিন্দুত্ববাদী সংগঠনগুলি সাড়ম্বরে রামনবমী পালন করে কলকাতা ও জেলায়-জেলায়। রীতিমতো অস্ত্র মিছিল বের করে তারা। এই রামনবমীকে কেন্দ্র করে গত বছর উত্তপ্ত হয়ে ওঠে রাজ্যের বিভিন্ন প্রান্ত। ফলত এবছর যাতে কোনও অশান্তির পরিবেশ তৈরি না হয় প্রথম থেকেই সেদিকে নজর। শর্ত সাপেক্ষে বিভিন্ন জায়গায় মিছিলেন অনুমতি দিয়েছে আদালত। সেই মতোই শোভাযাত্রার ব্যবস্থা করা হচ্ছে। এই পরিস্থিতিতে বুধবার সকালেই টুইট করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি লেখেন, ?রামমন্দির প্রতিষ্ঠার পর প্রথম রামনবমী। এইদিনের অপেক্ষায় ছিলেন দেশবাসী।?