Sukanta Majumder News: বাংলায় দ্বিতীয় দফায় প্রার্থীদের মধ্যে সর্বাধিক ফৌজদারি মামলায় অভিযুক্ত সুকান্ত, ধনীতম প্রার্থী কে?
এই সময় | ১৭ এপ্রিল ২০২৪
রাজ্যে প্রথম দফায় নির্বাচন ১৯ এপ্রিল। দ্বিতীয় দফায় নির্বাচন ২৬ এপ্রিল। দ্বিতীয় দফায় নির্বাচন রায়গঞ্জ, বালুরঘাট এবং দার্জিলিং। দ্বিতীয় দফায় তিনটি আসনের প্রার্থীদের মধ্যে সবথেকে বেশি ফৌজদারি মামলা রয়েছে বালুরঘাটের BJP প্রার্থী তথা রাজ্য BJP সভাপতি সুকান্ত মজুমদারের নামে।নির্বাচন কমিশনের নিয়ম মোতাবেক প্রতিটা প্রার্থীই হলফনামা দাখিল করেছেন। সুকান্ত মজুমদারের জমা করা হলফনামা মোতাবেক, তাঁর ক্ষেত্রে মোট মামলার সংখ্যা ১৬টি। IPC-তে মোট ৮৪টি ধারাতে মামলাগুলি চলছে।
এর মধ্যে ২৫টি গুরুতর অভিযোগ নিয়ে মামলা রয়েছে। অন্যদিকে, দ্বিতীয় দফায় তিন কেন্দ্রের প্রার্থীদের মধ্যে সবথেকে ধনী রাজু বিস্তা। তিনি একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। হলফনামা মোতাবেক তাঁর স্থাবর এবং অস্থাবর সম্পত্তির পরিমাণ মোট ৪৭ কোটি ৫৩ লাখ টাকা। সম্প্রতি ওয়েস্ট বেঙ্গল ইলেকশন ওয়াচ ও অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্ম দ্বিতীয় দফার ৪৭ জন প্রার্থীর হলফনামার ভিত্তিতে একটি পর্যালোচনা করেছে। সেখানেই একটি রিপোর্ট তৈরি করা হয়েছে এবং তা মঙ্গলবার প্রকাশ করা হয়েছে। সেখানে দেখা গিয়েছে, ১১ জন প্রার্থীর বিরুদ্ধে রয়েছে ফৌজদারি মামলা।
রাজ্যে প্রথম দফায় নির্বাচন অনুষ্ঠিত হবে ১৯ এপ্রিল। কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে অনুষ্ঠিত হবে নির্বাচন। সাত দফায় পশ্চিমবঙ্গে নির্বাচন অনুষ্ঠিত হবে।
Lok Sabha Election 2024 : নজরে প্রথম দফা, সমীকরণ বদলাতে পারে কোন কোন কেন্দ্র?
কোথায় কবে ভোট?
রাজ্যে প্রথম দফায় নির্বাচন অনুষ্ঠিত হবে কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি।দ্বিতীয় দফায় ২৬ এপ্রিল ভোট রায়গঞ্জ, বালুরঘাট, দার্জিলিং।তৃতীয় দফায় ৭ মে নির্বাচন অনুষ্ঠিত হবে মালদা উত্তর, মালদা দক্ষিণ, মুর্শিদাবাদ এবং জঙ্গিপুরে।চতুর্থ দফা ১৩ মে নির্বাচন অনুষ্ঠিত হবে বহরমপুর, কৃষ্ণনগর, রানাঘাট, বোলপুর, বীরভূম, বর্ধমান পূর্ব, বর্ধমান দুর্গাপুর, আসানসোলে।পঞ্চম দফা ২০ মে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে হাওড়া, হুগলি, উলুবেড়িয়া, শ্রীরামপুর, ব্যারাকপুর, বনগাঁ, আরামবাগে২৫ মে নির্বাচন অনুষ্ঠিত হবে পুরুলিয়া, বাঁকুড়া, বিষ্ণুপুর, ঝাড়গ্রাম, মেদিনীপুর, কাঁথি, তমলুক এবং ঘাটালে১ জুন সপ্তম দফায় নির্বাচন অনুষ্ঠিত হবে কলকাতা উত্তর, কলকাতা দক্ষিণ, ডায়মন্ড হারবার, মথুরাপুর, জয়নগর, যাদবপুর, বারাসত, বসিরহাট, দমদমে।
ভোটের ফলাফল কবে ঘোষণা করা হবে?
লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণা হবে ৪ জুন। গত লোকসভা নির্বাচন অর্থাৎ ২০১৯-এ রাজ্যে ৪২টি আসনের মধ্যে ১৮টি আসনে জয়লাভ করেছিল BJP। এই লোকসভা নির্বাচনে কী ফলাফল হয় সেই দিকে সব নজর।