চলতি নির্বাচনে উত্তর প্রদেশে আসন সমঝোতা হয়েছে কংগ্রেস এবং সমাজবাদী পার্টির। প্রথম দফা নির্বাচনে আগামী ১৯ এপ্রিল এই রাজ্যের আটটি কেন্দ্রে ভোট রয়েছে। তার আগে ইন্ডিয়ো জোটের পক্ষ থেকে একসঙ্গে সাংবাদিক সম্মেলন করলেন রাহুল গান্ধী এবং অখিলেশ যাদব। আর সেখানেই রাহুল গান্ধীকে সরাসরি প্রশ্ন, তিনি কি আদৌ আমেঠি থেকে লড়ছেন?মুখ খুললেন রাহুল গান্ধীরাহুল গান্ধীকে সাংবাদিকের প্রশ্ন, 'নরেন্দ্র মোদী তো প্রধানমন্ত্রী হওয়ার জন্য গুজরাট থেকে বারাণসী পর্যন্ত চলে গিয়েছেন। আপনি গিয়েছেন ওয়েনাডে। এবার কি আপনি আমেঠি থেকে লড়বেন?' জবাবে রাহুল গান্ধী বলেন, 'প্রথমেই BJP-র প্রশ্ন। গুগলি প্রশ্ন। তবে আমি এটুকুই বলতে চাই আমাকে কংগ্রেসের সভাপতি যা বলবেন আমি তাই করব। আমাদের দলে সেন্ট্রাল ইলেকশন কমিটির বৈঠকে এই সিদ্ধান্তগুলি নেওয়া হয়। সেখানে যা সিদ্ধান্ত নেওয়া হবে আমেঠি নিয়ে, তেমনটাই হবে।'
২০১৯ সালের লোকসভা নির্বাচনে ওয়েনাড থেকে জয়ী হয়ে সাংসদ নির্বাচিত হন রাহুল গান্ধী। পাঁচ বছর আগে তিনি কেরালার এই আসনের পাশাপাশি আমেঠি থেকেও লড়েছিলেন। কিন্তু, উত্তর প্রদেশে কংগ্রেসের এই ঐতিহ্যবাহী আসনে ২০১৪ সালে জিতলেও ২০১৯ সালে স্মৃতি ইরানির কাছে হেরে যান রাহুল। এ বারের নির্বাচনে কি বদলে নিতে ফের আমেঠিতে লড়বেন তিনি? সেই জল্পনাই এখন তুঙ্গে। এদিকে, শ্যালক এই আসন ছেড়ে দিলে জামাইবাবু রবার্ট ভঢরা আমেঠি থেকে লড়তে পারেন বলেও মনে করা হচ্ছে। প্রিয়াঙ্কা গান্ধীর স্বামী নিজেও এই আসন থেকে ভোটে লড়াইয়ের ইচ্ছেপ্রকাশ করেছেন।
১৫০ আসন পাবে BJPএদিন যৌথ সাংবাদিক বৈঠকে রাহুল গান্ধী বলেন, 'গেরুয়া শিবিরের বিরুদ্ধে একটি চোরাস্রোত কাজ করছে। কেবলমাত্র উত্তর প্রদেশ নয়, গোটা দেশেই BJP বিরোধী হাওয়া রয়েছে। ফলে আমার ধারণা এবারের নির্বাচনে BJP ১৫০-র বেশি আসন পাবে না। ১৫ থেকে ২০ দিন আগেও আমি ভেবেছিলাম BJP কমপক্ষে ১৮০ আসন জিতবে। তবে এখন যা দেখছি, তা সম্ভব নয় ওদের পক্ষে। প্রত্য।েক রাজ্য থেকে আমাদের কাছে খবর আসছে। আমাদের ইন্ডিয়া জোটের ভোটের হার বাড়বে। আমাদের পক্ষে সমর্থন বাড়ছে। গাজিয়াবাদ থেকে গাজিপুর পপর্যন্ত ইন্ডিয়া জোট BJP-কে উড়িয়ে দেবে।' প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ইন্টারভিউকে 'স্ক্রিপটেড' এবং 'ফ্লপ শো' বলে এদিন উল্লেখ করেন রাহুল গান্ধী।