লোকসভা ভোটের আগে সাড়ম্বরে রাম নবমী পালনে ব্যস্ত বিজেপি। যাকে কটাক্ষ করছে রাজ্যের শাসক শিবির। কিন্তু, ভোট আবহে গেরুয়া বাহিনীকে রুখতে সেই রামেই আস্থা তৃণমূল প্রার্থীদের! কলকাতা সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে রাম নবমীর শোভাযাত্রা বের হল তৃণমূল প্রার্থীদের উদ্যোগে। তৃণমূলের দাবি, গেরুয়া শিবির রামকে রাজনৈতিক ভাবে ব্যবহার করছে। আর তাদের ক্ষেত্রে রাম পুজো আসলে ভক্তির নিদর্শন। প্রার্থীদের উদ্যোগে শোভাযাত্রাগুলিকেও তাই শাসক দল ধর্মীয় কর্মসূচি বলে দাবি করছে।