Lok Sabha Election 2024: প্রাণ ভোমরা মতুয়ারাই, তুষ্ট করতে বর্ধমানে তুমুল রেষারেষি দুই ফুলের
ইন্ডিয়ান এক্সপ্রেস | ১৭ এপ্রিল ২০২৪
Matua Vote Burdwan-East And Burdwan-Durgapur Constituency 2024:
ভারতীয় রাজনীতির সঙ্গে অঙ্গাঙ্গি ভাবে জড়িয়ে রয়েছে জাত ও ধর্ম। তারই অনুরাগের ছোঁয়ায় লোকসভা ভোটের প্রাক্কালে লাগু হওয়া সিএএ যেন ‘রস মালাই’। আর বঙ্গের মতুয়ারা যেন তার ‘প্রাণ ভোমরা’। তাই মতুয়াদের কাছে পেতে পূর্ব বর্ধমানের তৃণমূল নেতারা এখন যেমন ব্যাকুল, তেমনই মরিয়া বিজেপি নেতৃত্বও। সিএএ লাগুর পরিপ্রেক্ষিতে মতুয়ারা পদ্ম প্রেমে মজে গিয়েছেন, নাকি ঘাসফুল আঁকড়েই রয়েছেন, তা নিয়ে দুই দল শুধুই হিসেব-নিকেশ কষে চলেছে। তবে শেষপর্যন্ত মতুয়ারা কার মুখে হাসি ফোটাবে আর কাকে কাঁদাবে তানিয়ে গোলক ধাঁধা অব্যহত।
Link to this news (ইন্ডিয়ান এক্সপ্রেস)