‘বিস্ময়কর এবং অনন্য মুহূর্ত’! রাম লালার ‘সূর্য তিলক’ খালি পায়ে দেখে আবেগপ্রবণ হয়ে পড়েন প্রধানমন্ত্রী মোদী।
২২ শে জানুয়ারী প্রধানমন্ত্রী মোদী অযোধ্যায় নবনির্মিত রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা করেন। এরপর আজ রাম মন্দিরে রাম নবমী অনুষ্ঠানে দেশের প্রতিটি প্রান্তের মানুষ ভিড় করেছেন। নতুন মন্দিরে রাম মূর্তির পবিত্রতার পরে এটিই প্রথম রাম নবমী। রাম নবমী উপলক্ষে বুধবার অযোধ্যায় রাম লালার ‘সূর্য তিলক’ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠান দেখে আবেগপ্রবণ হয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন খোদ প্রধানমন্ত্রী মোদী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ রাম লালার ‘সূর্য তিলকে’র সরাসরি সম্প্রচার দেখে আবেগপ্রবণ হয়ে পড়েছেন।