A R Rahman: ‘আমার নামকে কোটি কোটি টাকা দিয়ে কিনছেন’, ‘ক্ষুব্ধ’ সুভাষ ঘাইকে রহমান একহাত নেওয়ার পরেও…
ইন্ডিয়ান এক্সপ্রেস | ১৭ এপ্রিল ২০২৪
চলচ্চিত্র নির্মাতা রাম গোপাল ভার্মা সম্প্রতি সেই সময় সম্পর্কে মুখ খোলেন যখন ‘যুবরাজ’ চলচ্চিত্র নির্মাণের সময় এআর রহমান রাগান্বিত সুভাষ ঘাইকে বন্ধ করে দিয়েছিলেন। কীভাবে রহমান “সঙ্গীত দিতে দেরি করার জন্য কুখ্যাত” তা নিয়ে আলোচনা করার সময় বলেছিলেন যে ঘাই একবার অস্কার বিজয়ী সুরকারের কারণে, তার ধৈর্য হারিয়ে ফেলেন এবং তাকে একটি ‘দুষ্টু’ চিঠি পাঠিয়েছিলেন। কী লেখা ছিল তাতে?