• Lok Sabha elections: ভুয়ো এনকাউন্টার নিয়ে শাহি নিশানায় ওমর-মুফতি, আনলেন মারাত্মক অভিযোগ
    ইন্ডিয়ান এক্সপ্রেস | ১৭ এপ্রিল ২০২৪
  • সুপ্রিম কোর্টের তরফে নির্ধারিত সময়সীমার মধ্যে জম্মু ও কাশ্মীরে বিধানসভা নির্বাচনের আশ্বাস দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আসন্ন লোকসভা নির্বাচনে অমিত শাহ মঙ্গলবার কাশ্মীরের যুবকদের কাছে কংগ্রেস, ন্যাশনাল কনফারেন্স (এনসি) এবং পিপলস ডেমোক্রেটিক পার্টি (পিডিপি) ছাড়া যে কোনও দলকে ভোট দেওয়ার আবেদন করেছেন। সুপ্রিম কোর্ট ৩৭০ ধারা বাতিলকে বহাল রাখার সময়, জম্মু ও কাশ্মীরে বিধানসভা নির্বাচনের সময়সীমা ৩০ সেপ্টেম্বর নির্ধারণ করেছিল। এদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সুপ্রিম কোর্টের বেধে দেওয়া সময়সীমার মধ্যেই জম্মু-কাশ্মীরের বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে।
  • Link to this news (ইন্ডিয়ান এক্সপ্রেস)